‘জেরিকে ছাড়া টম কি থাকতে পারে?’ বেমানান হয়েও দর্শকদের মন জিতেছে গৌরব-ঝিলিক জুটি!

‘টম এন্ড জেরি’ দেখেছেন? মনে পরে সেই দুষ্ট-মিষ্টি জুটির কথা? এরা যেমন একে অপরকে ছাড়া চলত না, তেমনই এক জুটি বর্তমানেও দেখতে পাওয়া যাচ্ছে তাও আবার বাংলার পর্দায়। ইদানিংকালে বাংলা সিরিয়াল (Serial) জগতে এমন অনেক নায়ক-নায়িকার জুটি রয়েছে যাদের মধ্যে কিনা ভালোবাসা তো রয়েইছে কিন্তু তাকে জড়ানো রয়েছে কিছুটা হলেও দুষ্টুমি।

এ সময়ের অন্যতম উল্লেখযোগ্য স্টার জলসার ‘দুই শালিক’ অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ধারাবাহিক প্রেমিকার কাছে। এই সিরিয়ালের মুখ্য চরিত্র রয়েছে, অর্কপ্রভ, নন্দিনী দত্ত, তিতিক্ষা দাস এবং সায়ন বসু। সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার আগের প্রমো এবং বর্তমানে গল্পের গতির সঙ্গে কোনো মিল নেই।

এই মুহূর্তে গল্প দেখা যাচ্ছে দেবার সঙ্গে বিয়ে হয়েছে আখির এবং ঝিলিকের সঙ্গে গৌরবের বিয়ে হয়ে গেছে। এই দুই জমজ বোনের আসল পরিচয় জানার পর থেকে শুরু হয়েছে তাদের সম্পর্কে নানান ঝামেলা। কিন্তু দূরত্ব থাকা সত্ত্বেও তার মধ্যেই বিশেষত গৌরব এবং ঝিলিকের সম্পর্কের রসায়ন বেশ মন ভরাচ্ছে দর্শকদের।

আরও পড়ুনঃ দেবের কিশোরীর দাপট! ‘খাদান’-এর কিশোরী এখন ‘আমূল’ গার্ল!

অনেক দর্শকেরাই এই জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সমাজ মাধ্যমে। কেউ কেউ আবার এই সিরিয়ালের দৃশ্যের ফটো সমাজ মাধ্যমে দিয়ে বলছে, ‘এরা নাকি একজন আর একজনকে ডিভোর্স দেবে, জেরিকে ছাড়া টম কি থাকতে পারবে?’ এই ক্যাপশন কিছুটা হলেও দর্শকদের মনকে একটু কৌতূহলের খোঁচা দিয়ে দিয়েছে। তাহলে আগামী দিনে কি আসতে চলেছে ‘দুই শালিক’এর পর্বে? এই তৈরি হওয়া নতুন জুটি কি ভেঙ্গে যাবে, নাকি থেকে যাবে আজীবন?