স্টার জলসা ‘শুভ বিবাহ’ (Subho Bhibaho) সিরিয়াল বাংলার দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় সিরিয়াল। আজকের এপিসোডে গল্পের শুরুতেই দেখা যায় অশ্মিকে উদ্ধার করেছে সুধা এবং তাঁর টিম। আর সেই সময় অশ্মি, সুধা এবং তার টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলে, “আজ তোমরা যদি না থাকতে তাহলে ওরা আমায় প্রাণেই মেরে দিত। তোমাদের জন্য আজকে আমি প্রাণে বেঁচে আছি”। এই শুনে সুধা বলে, “অশ্মি এবার বাকি কাজটা কিন্তু তোমাকে করতে হবে”। এরপর অস্মি সুধাকে অভয় দিয়ে বলে “তুমি কোন চিন্তা করো না”, এমনকি জানায় যে তার কাছে সমস্ত প্রমাণও রয়েছে।
এইসব কথার মাঝেই অস্মি স্বার্থক চ্যাটার্জির শাস্তি কামনা করে। অন্যদিকে, সুধাদেরকে জোৎস্নার সঙ্গে ফেরার কথা উঠলেই না বলে দেয়। সুধা বলে, সে মিস্টার বসু মল্লিকের সঙ্গে যাবে মিস্টার সিং-এর বাড়িতে এবং সেখান থেকে তাঁরা জোগাড় করে আনবে। এই শুনে জোৎস্না বলে, “যা করবে সাবধানে করবে আমরা তোমার সাথে রয়েছি”। অন্যদিকে বিয়ের মণ্ডপের সাজ দেখে তেজ অবাক হয়ে যায়।
বিয়ের মন্ডপের এরকম অদ্ভুত সাজ দেখে অনেক সন্দেহ সৃষ্টি হয় স্বার্থকের মনে। এদিকে বিক্রমবাবু তার বৌমার কাজ দেখে মুগ্ধ হয়ে যায়। স্বার্থকের মনে চলতে থাকে অন্য ভাবনা পেজ সুধা এরা সবাই কোথায়? আবার কি কোন গণ্ডগোল বাধাতে চলেছে সুধা? অন্যদিকে আবার তুহিনা দেখে বাড়ির সামনে অনেক পুলিশ রয়েছে।
এদিকে বিয়ের মন্ডপে চলে এসেছে ইমন। বিয়ে বাড়ি সাজানো দেখে ইমনের মনে হয় এ যেন এক আস্ত জেলখানা। এরই মধ্যে, স্বার্থক ভাবে কখন সে সুধার সঙ্গে কথা বলবে। এদিকে, সুধার ঘরেই সুধা নেই। সুধার ঘরে বসে রয়েছে সমুদ্র। সুধার টিপ রেকর্ডারে চালানো ভয়েস শুনেই স্বার্থক চলে যায়।
আরও পড়ুনঃ পাশে পাওয়া গেলো না দেবকে! অবশেষে অস্মিকার পাশে এসে দাঁড়ালেন অরিজিৎ সিং!
অন্যদিকে তেজ আর সুধা কথা বলতে বলতে যাচ্ছে এবং সুধা বলে, “মিস্টার বসু মল্লিক যেভাবেই হোক আমাদেরকে সত্যিটা খুঁজে বার করতেই হবে”। তেজও সুধার সঙ্গে সহমত হয়। এই কথোপকথন চলাকালীন তেজ সুধাকে বলে “আপনি আমায় একদম আপনি আপনি করে ডাকবেন না, আর মিস্টার বসু মল্লিকও বলবেন না। তুমি আর নাম ধরে ডাকবেন”। অবশেষে শেষ দৃশ্যতে দেখা যায় স্বার্থককে দোষী প্রমাণ করার জন্য আরো একধাপ এগিয়ে গিয়েছে। আগামী পর্বের মধ্যেই যতদূর সম্ভব ধরা পড়তে চলেছে স্বার্থক।