অরিজিৎ সিং (Arijit Singh) কে চেনেন না এরকম মানুষ এই দেশে খুব কমই আছে। এমনকি বিদেশের মাটিতেও তার রমরমা চলে। ‘সারেগামাপা’ তে গাইতে আসা জিততে অসফল প্রতিযোগী থেকে আজ সাফল্যের শীর্ষে তিনি বিরাজ করছেন। সেই শো তিনি জিততে না পারলেও জীবণের প্রতিযোগিতায় তিনি অনেক এগিয়ে রয়েছেন। গানের জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন অরিজিৎ সিং। তার গলার মধ্যে যেন আলাদাই একটা ম্যাজিক অনুভব করেন শ্রোতারা।
কেউ তার গান সুখে শোনে, কেউ দুঃখের সময়। এত বড় মাপের একজন গায়ক হয়েও তিনি একেবারে মাটির মানুষ। আর সেই কারণেই সকলের ভীষণ পছন্দের একজন অরিজিৎ সিং। বরাবরই মানুষের কল্যাণের কথা ভেবে এসেছেন তিনি। আবারো সেই কথা প্রমাণ করলেন। তার কথায় শ্রোতারাই তার কাছে ঈশ্বর। কারণ তিনি আজ যা কিছু সব এই শ্রোতাদের জন্যই। তবে এবারে একেবারে অন্যরকমের উদ্যোগ নিলেন অরিজিৎ সিং।
রানাঘাট স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস এর কথা ইতিমধ্যেই সবাই জানে। গত বছর জানুয়ারি মাসে তাদের গোল আলু করে একটি কন্যা সন্তান জন্ম নেয় যার নাম অস্মিকা। কিন্তু অস্বীকার বয়স যখন চার মাস চিকিৎসক জানান এক বিরল রোগে আক্রান্ত হয়েছে সে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগের নাম ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি’। এই রোগের টাইপ-ওয়ানে আক্রান্ত ওই শিশুকন্যা। শরীরের নির্দিষ্ট কিছু বৃদ্ধি থমকে যায় এই জটিল রোগের কারণে। ‘জোলজেন্সমা’ নামে একটি বিশেষ ইনজেকশন দিয়ে এই রোগের উপশম সম্ভব। কিন্তু তা ভারতে টা পাওয়া যায় না, সুদূর আমেরিকা থেকে আমদানি করতে হবে। সামগ্রিক চিকিৎসায় খরচ পড়বে প্রায় ১৬ কোটি টাকা, তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই সবার কাছে সাহায্য চাইছে নিরুপায় বাবা মা।
আরও পড়ুনঃ এ কী কান্ড! স্ত্রী থাকা সত্ত্বেও বয়সকালে অন্য নারীর প্রেমে মজেছেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত!
এবারে এই অসুস্থ শিশু কন্যা অস্বীকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে অরিজিৎ সিং। কথা দিয়েছিলেন সাহায্য করবেন অস্মিকাকে সেই কথাই রাখলেন তিনি। যেখানে বড় বড় রাজনীতিবিদরা কথা দিয়ে কথা ফিরিয়েছেন সাহায্য করেননি কেউ সেখানে অরিজিৎ সিং এর মত মানুষ কথা রেখেছেন বুঝিয়ে দিয়েছেন প্রকৃত মানুষের আসল অর্থ। সন্তানের সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ায় এসেও বাবা-মা সাহায্য প্রার্থনা করেছেন, এরপরই এগিয়ে এসেছেন প্রচুর বড় বড় সেলিব্রিটি। কিন্তু কথা দিয়েও কথা রাখেননি দেব। এমন একটি অভিযোগ করেছেন এক মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে।