বিনোদন মহলে টেলিভিশন জগতে আবারও এক খুশির খবর। আসন্ন দিনে আসছে আরও এক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই, এই সিরিয়ালের প্রমো দেখেছে সবাই। মেগার নাম ‘বুলেট সরোজিনী’ (Bullet Sorojini)।
সাংবাদিকতা এবং প্রতিশোধের গল্পের উপর ভিত্তি করে তৈরি এই কাহিনী এক কথা বলা যেতে পারে দর্শকদের মন জয় করবে। এমনকি, স্টার জলসার এই নতুন সিরিয়ালের প্রমোর দেখার পর থেকে অনেক দর্শকই আগ্রহ হয়ে রয়েছে কবে দেখা যাবে টিভির পর্দায়?
এই ধারাবাহিকের মুখ্য চরিত্র দেখা যাবে অর্ণব ব্যানার্জি, অভিষেক বীর শর্মা এবং দিয়া বসু। প্রসঙ্গত ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিক শেষ হওয়ার পর নতুন এই গল্পের মাধ্যমে ছোট পর্দায় ফিরছে অর্ণব ব্যানার্জি।
‘দুই শালিক’ ধারাবাহিক সফলতা পাওয়ার পর স্টার ট্রাক প্রোডাকশনের পরবর্তী গল্প নিয়ে হাজির হয়েছে। টেলি পাড়ায় শোনা যাচ্ছে, সন্ধ্যে ৭টা কিংবা সাড়ে ৭টাতে আসতে চলেছে ‘বুলেট সরোজিনী’। এদিকে আবার কিছুদিন আগে শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে ‘রোশনাই’।
আরও পড়ুনঃ দারুন সুখবর! ছোটপর্দায় জমজমাট কামব্যাক ‘অঞ্জনা বসু’র! ‘বধূবরণ’-এর ‘ইন্দিরা’ ফের ফিরছেন দাপুটে চরিত্রে!
প্রকৃতপক্ষে, ধারাবাহিক শেষ হওয়ার তালিকার মধ্যে রয়েছে দুই শালিক এবং শুভ বিবাহ। কিন্তু, এই দুটি সিরিয়ালের কোনো সময়ের মধ্যেই আসছে না নতুন ধারাবাহিক। এমন সময়, স্লট পরিবর্তন করে সাড়ে পাঁচটা কিংবা সাড়ে দশটায় যেতে পারে দর্শকদের পছন্দের ধারাবাহিক। সম্ভবত, আইপিএল খেলার শেষের দিকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক।