কমলিনীর গায়ে কাদা ছুঁড়তে গিয়ে নিজেই কালিমালিপ্ত হল বর্ষা। স্টার জলসার চিরসখা ধারাবাহিককে আজকের পর্বে দেখা যাবে, লাগাতার বর্ষা কোমলিনীকে নিয়ে খারাপ কথা বলতে থাকলে মিঠি বাধ্য হয়ে অভিযোগ করে তাঁর বৌদির বিরুদ্ধে। মিঠির কথা অনুযায়ী, বর্ষা বিয়ের আগে একজনের সঙ্গে সম্পর্কে ছিল, নাম তাঁর সম্রাট পট্টনায়ক।
বুবলাই মিঠির মুখে এই ব্যক্তির নাম শুনে নানান প্রশ্ন করতে থাকে বর্ষাকে। এদিকে বর্ষাও সঠিকভাবে কোন কিছুরই উত্তর দিতে পারেনা বুবলাইকে। বর্ষা অনবরত বলতে থাকে, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন সম্রাট কেবলই তার বন্ধু ছিল। এমন সময় মিঠি বর্ষার উদ্দেশ্যে বলে, সে রোজই নতুন কাকু এবং কমলিনীকে নিয়ে খারাপ ইঙ্গিত করে সবার সামনে, যা কারোর শুনতে ভাল লাগে না।
মিঠি স্বপক্ষে বলে আজ যদি নতুন কাকুর সঙ্গে তার মায়ের শ্রদ্ধা ভক্তি কিংবা কোন ভালোবাসার সম্পর্ক থেকেও থাকে তাহলে তা নিয়ে কথা বলার অধিকার বর্ষার নেই। অন্যদিকে, মিটিল তাঁর বাবা-মাকে বিয়ে নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করছে। কারণ, মিটিল চায় না তাঁর বিয়েতে বিশাল আরম্ভর হোক। এরপর, মিটিল বলে রবিবার সে আর তাঁর বাবা বাবিনদের সবার জন্য বাজার করতে যাবে।
আরও পড়ুনঃ টিআরপিতে নাই বা হোক, দর্শক মনে দাগ কাটছে ‘চিরসখা’র গল্প! কমলিনী-স্বতন্ত্রর ভবিষ্যত নিয়ে আলোচনার শেষ নেই! গল্পে কি এরপর কমলিনী-স্বতন্ত্রর বিয়ে হবে? কী জানলেন লীনা গঙ্গোপাধ্যায়?
অন্যদিকে, দেখা যায় মিঠি বর্ষাকে বলে সে এইসব কথা কখনোই তুলতো না যদি সে (বর্ষা) তাঁর মা ও নতুন কাকুকে জড়িয়ে খারাপ কথা বলতো। এদিকে, বর্ষার কথা শুনে বেজায় রেগে যাচ্ছে বুবলাই। বুবলাই মিঠিকে বলে ফটোটা দেখাতে। অবশেষে, মিঠি এও বলে যে বর্ষার আরও এমন অনেক কিছু রয়েছে যা দেখলে সবাই অবাক হয়ে যাবে।
এরপর, ঘরে গিয়েও সেই সম্রাটকে নিয়ে তুমুল অশান্তি লাগে বুবলাই ও বর্ষার মধ্যে। বর্ষা নানান ভাবে বুবলাইকে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে নারাজ। এদিকে, নানান কথার মাধ্যমে বর্ষা কথা ঘুরাতে চাইলেও বুবলাই সেই সম্রাটকে নিয়েই প্রশ্ন করতে থাকে। এরপর, বর্ষা খানিক বাধ্য হয়েই তাঁর মাকে ফোন করে সমস্ত ঘটনার কথা বলে। এমন সময় তার মা তাঁকে বলে বুবলাইকে বলতে, আজ সে বেকার চাইলে তাকে ছেড়ে চলে যেতে পারে। এই কথা শুনে বুবলাই অবাক হয়ে যায়।