বিকেল বিকেল নিজের বাড়িতে হাজির হল স্বতন্ত্র। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, নতুন বাড়িতে পৌঁছানো মাত্রই অনন্যা খুব খুশি হয়ে ওঠে। সে জানায়, তাঁর জন্য ডল রান্না করেছে, খেয়ে যেতে হবে। বৌদির এই ব্যবহারে ক্রমাগতই অবাক হতে থাকে নতুন। এরপর, নানা কথার মধ্যে দিয়ে হাসি ঠাট্টা চলতে থাকে।
এরপর, অনন্যা-ডল রান্নাঘরে গেলে সুযোগ বুঝে সর্বজিৎ নতুনকে সবটা খুলে বলে কী জন্য তাঁকে আজ ডাকা হয়েছে? এর সঙ্গে কমলিনীর সংসারের খোঁজও নিতে থাকে সর্বজিৎ। নতুনের দাদা তাঁকে বলে, সে জানে কমলিনীদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরী হয়েছে। এই শুনে স্বতন্ত্র বলে, বুবলাইয়ের বিয়ের পর থেকেই তাঁর বউয়ের কারণে এই দূরত্ব সৃষ্টি হয়েছে। এরপর, সর্বজিৎ জানায়, অনন্যা ঠিক করেছে ডলের সঙ্গে নতুনের বিয়ে দেবে। এই শুনে, বিয়েতে নারাজ নতুন অবাক হয়ে যায় এবং সে জানায়, এমনটাই কিছু আশা করেছিল অনন্যার থেকে।
এরপর, অন্যদিকে দেখা যায় রান্নাঘরে গতকালের ঘটনা নিয়ে আলোচনা করছে ডল ও অনন্যা। ডল অনন্যাকে জিজ্ঞাসা করে, সে তো কমলিনীদের আসার কথা পুরোটাই চেপে গেছে নতুনের কাছে। এটা যদি স্বতন্ত্র জানতে পারে, তাহলে কী হবে? এই শুনে অনন্যা বলে, সে বলবে তাঁরা চাইলেই ভিতরে যেতে পারতো। আর, সঙ্গে এটাও বলে অনন্যার অনুমান এই কথা নিয়ে পরে খুব একটা আলোচনা হবে না।
এরপর, ডলের তৈরি স্পেশাল খাবার নিয়ে হাজির হয় স্বতন্ত্রর কাছে। অনন্যা তাঁর বোনের গুণগান করতেই ব্যস্ত স্বতন্ত্রর কাছে। এমন সময়, খোলাখুলিভাবে অনন্যা ডল-নতুনদের বিয়ের প্রস্তাব রাখে সকলের সামনে। অনন্যা জানায়, এই বিয়েতে ডলের কোনো অমত নেই। কিন্তু, নতুন জানায় এই বয়সে সে আর নতুন করে কোনো সম্পর্কে জড়াতে নারাজ। নতুন বলে, সে বিয়ে করবে না। অনন্যা ঘুরিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে, নতুন বলে ‘মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আর সেই এত ছোট নয় যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবে না’।
এদিকে, আবার দেখা যায় বাড়িতে ঝামেলা একটু শান্ত হওয়ার পর সবাই ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসেছে। ছেলে যতই মায়ের থেকে আলাদা থাকুক না কেন, মা ঠিকই তাঁর দায়িত্ব পালন করে চলছে। তাই, সবাইয়ের সঙ্গে কমলিনী বুবলাই-বর্ষাকেও খেতে দিয়েছে। এমন সময়, বাবিন তাঁকে বলে বউ নিয়ে আলাদা হয়ে যেতে। কিন্তু, তাঁরা নারাজ। তবে, ওই বাড়িতে থেকেই হাঁড়ি আলাদা করার সিদ্ধান্ত প্রকাশ করেছে বর্ষা। কিন্তু, এমনটা কিছুতেই হতে দেবে না কমলিনীর শ্বাশুড়ি।
আরও পড়ুনঃ অটোর ভেতর চলল আর্য-অপু মান,অভিমানের পর্ব! অপুর মন গলাতে মরিয়া আর্য! অপু কি এবার আর্যকে আরেকটা সুযোগ দেবে? ঘনিষ্ট অবস্থায় দেখে ফললো মা-বাবা! এর পরিণতি কি হতে চলেছে?
এরপর, কথায় কথায় কমলিনী জানায় নতুন ঠাকুরপো সংসারের মাসিক খরচ পাঠিয়ে দিয়েছে। এই শুনে, বুবলাই-বর্ষা বাদে বাকিরা সবাই বলে তাঁকে যেনো টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু, এই সিদ্ধান্ততেও অসম্মতি জানাই বুবলাই এবং বলে, নতুন কাকুর জন্য যদি একটা রান্নার লোক রেখে দেওয়া হয় তাহলে ভালো হয়।