ডল গেলো মনের কথা বলতে স্বতন্ত্রর ফ্ল্যাটে। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, খাবার টেবিলে বসে সবাই মিলে নতুনের পাঠানো টাকা নিয়ে আলোচনা করছে। কমলিনীদের মতে, তাঁদের নতুনকে টাকা ফিরিয়ে দেওয়া উচিত।
কিন্তু এদিকে, বর্ষা বুবলাই তাঁরা কখনই চায় না টাকা ফেরত দিতে। বুবলাই জানায়, নতুন কাকুর খেতে অসুবিধা হচ্ছে তাই তার জন্য যদি আলাদা করে রান্নার লোক রাখা হয় কিংবা মায়ের রান্না করা খাবার তাকে দিয়ে আসা হয় তাহলে তো কোনো অসুবিধা নেই।
এরপর, কথায় কথায় মিঠির বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা উঠলে সবাই মিঠি বলে, সে বিদেশ গিয়ে পড়াশোনা করবে না। কমলিনী বলে, নতুন কর্তব্য পরায়ণ মানুষ বলে তাঁর থেকে যেনো পড়াশোনার জন্য কোনো টাকা নেওয়া না হয়। এই শুনে কমলিনী বলে তাঁর জন্য যেভাবেই হোক টাকা জোগাড় করবে। কিন্তু, এমন সময় মিঠি বলে সবার তো আর মনের আশা পূরণ হয় না সে এখানে থেকেই বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করার চেষ্টা করবে।
মিঠি বলে, সে এখন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করবে না। সবার এক জীবনে সব আশা পূর্ণ হয় না, বলল মিঠি। এরপর বর্ষা আবারও নতুনের টাকা নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করল কমলিনী বলে, সে যেনো এই নিয়ে মাথা না ঘামায়। তাঁর এই বাড়িতে চারবেলা খাবারের কোনো অভাব হবে না, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, বলল কোমলিনী।
এদিকে, নতুনের ফ্ল্যাটে এসে হাজির হয়েছে ডল। গতকালের ঘটে যাওয়া ঘটনা নিয়ে ডল আলোচনা করতে গেলেও নতুন বিব্রতবোধ করে। আজ ডল মনের কথা খুলে বলে স্বতন্ত্রকে। ডল জানায় প্রথম থেকেই সে স্বতন্ত্রকে ভালোবাসে, পছন্দ করে কিন্তু বারবারই সেই নতুনের থেকে প্রত্যাখ্যান পেয়েছে। তার বারবার প্রত্যাখ্যান পেতে ভালো লাগেনা।
আরও পড়ুনঃ ভেঙে গিয়েছিল বিয়ে, প্রথম ধারাবাহিকেই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠেও মানসিক অবসাদের শিকার হয়েছিলেন ‘মেম বউ’ বিনীতা! এই মাসেই বসছেন বিয়ের পিঁড়িতে! পাত্র কে চেনেন?
এরপর, বিয়ে হয়ে বিদেশে চলে গেলেও দাম্পত্য জীবনে অনেক ঝামেলা হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয় তারপর আবার দেশে ফিরে এলো তার দিদি তাকে বারংবার নতুনের কথা বলায় মনের মধ্যে বিয়ের জন্য একটা আশা জাগে। ডল জানায়, মাঝে মাঝে তার কমলিনীর ওপর রাগ হয়। এরপর, নতুন সব কথা শুনে ডলকে তার সহকর্মীর ব্যাপারে জানায়।