কিছু কিছু স্মৃতি মুছে ফেলা যায় না, তবে জীবনের গতিপথ বদলে দেয় সময়। একসময় বাংলার ছোটপর্দায় ‘মেম বউ’ (Membou) নামে তুমুল জনপ্রিয়তা পাওয়া ‘বিনীতা চট্টোপাধ্যায়’ (Vinita Chatterjee) এর জীবনেও সেইরকমই মোড় এসেছিল। সোনালি রঙের চুল, নীল চোখের মনি, আর বাংলা-ইংরেজি মিশ্র ভাষায় সংলাপ বলার অদ্ভুত দক্ষতায় দর্শকের মন কেড়েছিলেন প্রথম ধারাবাহিকটি। কিন্তু এই একটাই ধারাবাহিকের পর হঠাৎ করেই হারিয়ে যান বাংলা টেলিভিশন থেকে। কেন আর দেখা যায়না বিনোদনে তাঁকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ভেঙে পড়ার মুহূর্তকে তুলে ধরেছেন বিনীতা, যা অনেকেই জানতেন না। স্টার জলসার ‘মেম বউ’ ধারাবাহিক চলাকালীন একাধিক কাজের অফার পেলেও ব্যক্তিগত জীবনের ভাঙন যেন পুরোপুরি নাড়িয়ে দেয় তাঁকে। তিন বছরের সম্পর্কে ছিলেন এক ব্যক্তির সঙ্গে। পরিবার পর্যন্ত জানত তাঁদের প্রেমের কথা, এমনকি বিয়ের পরিকল্পনাও হয়ে গিয়েছিল। কিন্তু বিনীতার বিশ্বাস ভেঙে খানখান হয়ে যায় যখন আচমকাই এক বন্ধুর কাছ থেকে খবর পান, তাঁর প্রেমিকের বিয়ে ঠিক হয়ে গেছে।
আর সে বিয়ে করছে ঠিক আগামী সপ্তাহেই! এমন খবরে স্তব্ধ হয়ে গিয়েছিলেন বিনীতা। এতো বছরের সস্পর্ক, অথচ প্রেমিক নিজে কিছুই জানাননি! ভেঙে পড়া মন নিয়ে প্রশ্ন করেছিলেন তাঁকে, “আমি কি তোমার জন্য যথেষ্ট ছিলাম না?” এই আঘাত এতটাই গভীর ছিল যে অভিনয় থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিতে বাধ্য হন বিনীতা। দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি। দিনের পর দিন কাঁদতেন, বিশ্বাস করতে পারতেন না এমন কিছু তাঁর সঙ্গে হতে পারে।
নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল একসময় তাঁর। ভেবেছিলেন, তিনি কি আদৌ ভালো একজন মানুষ? এই সময়েই নিয়ে ফেলেন তাঁর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত! কলকাতা ছেড়ে পাকাপাকি ভাবে মুম্বই পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি, পেশাও বদল করতে চান। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে জীবনের নতুন দিশার আলো খুঁজে পান অভিনেত্রী। সেই মিডিয়া হাউজের সিওও-ই ছিলেন তাঁর অডিশনের পর্যবেক্ষক, আর আজ তিনিই বিনীতার জীবনের একমাত্র ভরসা।
আরও পড়ুনঃ “আমরা কেউ যুদ্ধ করতে চাই না! কিন্তু শুরু ওরা করেছে, শেষ করতে হবে আমাদের।” — সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’এর পক্ষে দৃঢ় বার্তা মৌসুমী চট্টোপাধ্যায়ের!
কাজের সূত্রেই নতুন সম্পর্কের শুরু দুজনের, আর ধীরে ধীরে সেই সম্পর্কই রূপ নেয় ভালোবাসায়। নিজের ভাঙা অতীত পেরিয়ে নতুন জীবনের পথ বেছে নিয়েছেন বিনীতা। এর জন্য আজ তিনি মনে করেন, সেদিনের তাঁর সেই হঠাৎ নেওয়া সেই সিদ্ধান্ত ছিল সঠিক। গত বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে নিজের বিয়ের পরিকল্পনার আভাস দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন ২০২৫ সালের মে মাসেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। যদিও সেই বিশেষ মানুষের নাম প্রকাশ্যে আনেননি তিনি।