শেষ হচ্ছে ‘দুই শালিক’! ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন অভিনেত্রী? কবে হবে শেষ টেলিকাস্ট ?

স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় হল ‘দুই শালিক’ (Dui Salik)। জমজ দুই বোনের ভাগ্যের পরিহাসে আলাদাভাবে বড় হয়ে ওঠার গল্প তৈরি হয়েছিল এই সিরিয়াল। তবে, কালের নিয়মে কাহিনীতে নানান ধরনের মোর আসায় গল্পে এখন অন্য ধরনের দৃশ্য দেখা যাচ্ছে।

বলাই বাহুল্য, এই সিরিয়াল শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে ঝিলিক-আঁখি। কিন্তু, শোনা যায় এই সিরিয়ালই নাকি কম দিনের স্টার ট্র্যাক প্রোডাকশনের চুক্তির হাত ধরে পা রেখেছিল ছোটো পর্দায়। কিন্তু পরবর্তীকালে জনপ্রিয়তা পাওয়ায় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়।

দুই শালিক, আঁখি-ঝিলিক পুনর্মিলন, তিতিক্ষা দাস, নন্দিনী দত্ত, নতুন রহস্য, স্টার জলসা, বাংলা সিরিয়াল, Bengali Serial, mystery masked man, Nandini Dutta, Titiksha Das, Ankkhi-Jhilik, Star Jalsha, Bengali Serial, New Promo

অন্যদিকে, আবার নতুন বছর হতেই শুরু হয় বেশ কয়েকটি সিরিয়াল। আর, সেই নতুন প্রতিপক্ষ আসায় দিব্যি নিজের ছন্দে চলতে থাকা এই সিরিয়ালেও টিআরপি’র প্রভাব পরে। শোনা যাচ্ছে, টেলিকাস্টের স্লটও নাকি হাতছাড়া হয়েছে ‘দুই শালিক’-এর।

এমন অবস্থায় প্রোডাকশনের নতুন সিরিয়াল ‘বুলেট সরোজিনী’র প্রমোও এসে হাজির হয়েছে দর্শকদের সামনে। তাই, অনেক দর্শকদেরই মতে তবে কি এবার শেষ হতে চলেছে দুই শালিক? কী বলছে চ্যানেল কর্তৃপক্ষ?

আরও পড়ুনঃ অঙ্কিতার একের পর এক ধামাকা! স্বপ্নের সাগরে বাংলার গায়িকা! বিলাসবহুল বাড়ির পর ফের সাফল্যের সিঁড়ি চড়লেন ‘সা রে গা মা পা’ জয়ী গায়িকা!

তবে কি এই ধারাবাহিকেরই এক শিল্পী জানিয়েছেন মাঝে মাঝেই ঝিলিক-আঁখি’র গল্প শেষ হওয়ার গুঞ্জন শোনা গেলেও গল্প নাকি এখনো অনেক বাকি। সিরিয়ালের আসন্ন দিনে দেখতে পাওয়া যাবে অপ্রত্যাশিত চমক। ইতিমধ্যে কথা মতো ধারাবাহিকের নতুন প্রমো এসে গেছে। এদিকে টেলিপাড়ায় কান পাতলি শোনা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই টিআরপিতে নিজের স্থান ধরে রাখতে না পারলে শেষ হবে এই গল্প।