অঙ্কিতার একের পর এক ধামাকা! স্বপ্নের সাগরে বাংলার গায়িকা! বিলাসবহুল বাড়ির পর ফের সাফল্যের সিঁড়ি চড়লেন ‘সা রে গা মা পা’ জয়ী গায়িকা!

আজকের দিনে বাংলার সঙ্গীত জগতের নতুন মুখেদের মধ্যে অন্যতম হলেন অঙ্কিতা ভট্টাচাৰ্য (Ankita Bhattacharyya)। প্রাথমিক জীবনে হিন্দি থেকে শুরু করে বাংলা প্রায় প্রতিটি গানের রিয়ালিটি শোয়ের প্রতিযোগী হয়ে এই প্রতিভাবান শিল্পীকে দেখতে পাওয়া গেলেও বর্তমানে তিনি একজন অন্যতম প্লেব্যাক সিঙ্গারও বটে।

এক সময়ের বাংলা ‘সা রে গা মা পা’-এর বিজেতা অঙ্কিতা আজ তাঁর গুনের মাধ্যমে যথেষ্ট পরিচিত টলিউড ইন্ডাস্ট্রিতে। তবে বিনোদন জগতের সুপরিচিত গায়িকা হলেও ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি বিষয় সমাজ মাধ্যমে শেয়ার করেন অঙ্কিতা।

Ankita Bhattacharya, Bengali Singer, Tollywood, অঙ্কিতা ভট্টাচার্য, বাঙালি গায়িকা, টলিউড

প্রসঙ্গত কিছুদিন আগে গায়িকা তাঁর গ্রামে মনের মতন করে বিলাসবহুল বাড়ি তৈরী করেছে গায়িকা। সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে সারা বাড়ি ঘুরিয়েও দেখিয়েছে অঙ্কিতা। তবে, সম্প্রতি শোনা যাচ্ছে এই শিল্পীর জীবনে ঘটেছে আবার অন্যতম এক স্মরণীয় ঘটনা। অঙ্কিতা যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

অঙ্কিতা আবারও বাংলা সিনেমার জন্য প্লে ব্যাক করেছে। সিনেমার নাম অন্নপূর্ণা, যা প্রকাশ পেতে চলেছে চলতি মাসের ১৮তারিখে। ট্রেলার এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠানের ছবি শেয়ার করে লিখেছেন, “আরও একটি প্লে ব্যাক। আরও একটি বড় সিনেমা অন্নপূর্ণা”।

আরও পড়ুনঃ “স্বামীর চাকরি চলে যাওয়ার পর আমি একাই সংসার চালাচ্ছি, তেমন কাজও মেলে না!”, অর্থকষ্টে কেমন ভাবে জীবন কাটাচ্ছেন প্রবীণ অভিনেত্রী রমা গুহ?

শোনা যাচ্ছে, এই সিনেমার টাইটেল ট্র্যাকটি গেছেছেন অঙ্কিতা ভট্টাচাৰ্য। বলাই বাহুল্য, কিছুদিন আগে গায়িকা নিজস্ব গানের ইউটিউব চ্যানেলের জন্য পেয়েছেন প্লে ব্যাটানও। অঙ্কিতার জীবনের এই সুখের খবর শুনে পরিবারসহ আনন্দিত তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছে মন্তব্যের বাক্স।

You cannot copy content of this page