আদির স্মৃতি ফেরানোর চেষ্টায় ঝামেলা সৃষ্টি হল রায় বাড়িতে! শুভ’র কথা শুনে অবাক হল আদৃত, মোহনার প্রতি টান অনুভব করছে সে?

আদৃতের স্মৃতি ফেরাতে অনবরত প্রচেষ্টায় রয়েছে শুভলক্ষী। এমনকি, এই কারণে রায় পরিবারের সঙ্গে আদৃতের দূরত্বই সৃষ্টি হচ্ছে। ষ্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihaprabesh) ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, একটা ঘরে বসে আদৃতের ভাই-বোনেরা সবাই মিলে পরিকল্পনা করছে কী করে আদৃতের স্মৃতি ফেরানো যায়।

এমন সময়, সমিতরা জিনিয়ার থেকে সাহায্য চাওয়ায় প্রাথমিকভাবে তাঁদের হ্যা বললেও পরবর্তীতে অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। এরপর, স্নিগ্ধাকে দিয়েই শুভর পাঠ করায় সমিতরা।

এরপর, আদৃত-শুভর উদ্দেশ্যে শুরু হয়ে যায় বিশেষ নাটক। এই কারণে, যথারীতি সবাই এসে বসে ড্রয়িং রুমে। আসলে, এই নাটকটি আদি-শুভর কিভাবে দেখা হওয়া থেকে শুরু করে কীভাবে প্রেম, বিয়ে এবং তার পরবর্তী নানান ঘটনা ফুটিয়ে তুলতে থাকে আদির সামনে।

আদির সামনে সমিতরা ভাই-বোনেরা একটা করে ঘটনা ঘটাতে থাকলেও তাঁর স্মৃতির ওপর চাপ পড়তে থাকে। এদিকে, বাড়ির সবাই ভাবছে যদি এই ঘটনার মাধ্যমে কিছু মনে পড়ে তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে?

সবকিছুই ঠিক চলছিল কিন্তু, এর মধ্যেই আদি স্মৃতি মনে করতে না পারায় হঠাৎই রেগে চেঁচিয়ে ওঠে আদৃত। এমন সময় আদি বলে নাটক বন্ধ করতে। আরও বলে, বাড়ির সবাই শুধু চাইছে এক রাতের মধ্যে তাঁর যেনো সব মনে পরে যায়। কিন্তু, সে কিছু মনে করতে না পারায় আরই বিরক্ত হয়ে পরে। এমনকি, অবশেষে আদি বলে এর থেকে ভালো সে মোহনার কাছে ছিল, অন্তত সে অনবরত আমার স্মৃতির ওপর চাপ দিত না।

আদির এসব কথা শুনে শুভর মন খুব খারাপ হয়ে যায়। শুভ এবার সমস্ত মনের কথা বলতে থাকে। শুভ জানায় তাঁর আদি এতটা স্বার্থপর ছিল না। ‘আমার আগের আদি আর এখনকার আদির মধ্যে অনেক পার্থক্য রয়েছে’, বলল শুভলক্ষী। শুভ আরো জানায়, আদি কেবল নিজের কথাই ভাবতে কিন্তু সে একবারও এই বাড়ির মানুষগুলোর দিকে তাকাচ্ছে না যে একজন চেনা মানুষ অচেনার মত ব্যবহার করলে কেমন তাদের লাগতে পারে?

আরও পড়ুনঃ “জীবনের সবকিছু ঠেকেই শিখেছি।” মায়ের থেকে বড় শিক্ষক কেউ নেই! জীবনে ঠেকে শেখাটাই সবথেকে বড় শিক্ষা বলে মনে করেন শর্মিলা ঠাকুর!

এরপর, সবাই একে একে সবাই ঘরে চলে যায়। পরের দিন সকাল হতেই শুভ তুলসী মঞ্চে পুজো করার সময় মনে মনে ভাবে কি করে আদি স্মৃতি ফেরানো যায়। এমন সময় শুভ স্নিগ্ধাকে ডেকে বলে আদির ঘরে ব্ল্যাক কফি দিয়ে আসবে। শুভ কথা মত সে আদির ঘরের ব্ল্যাক কফি ওষুধ দিয়ে আসে। অন্যদিকে আবার জিনিয়া খুবই আগ্রহ সহকারে সমিতকে জিজ্ঞাসা করে আদির স্মৃতি ফিরেছে কিনা। আদি স্মৃতি ফিরেনি শুনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে সে।