আকাশের কথা শুনে খুশি হলেন শুভলক্ষী! আয়ানের সঙ্গে মোহনার সম্পর্ক নিয়ে আগ্রহী সুনন্দা! আগামী দিনে কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?

একই শহরে উপস্থিত শুভলক্ষ্মী এবং আদৃত। স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে, শুভর হারিয়ে যাওয়া ফোনটা ফিরিয়ে দেয় মোহনা এবং শুভ মোহনাকে বলে, তার এই ফোনটায় অনেক স্মৃতি রয়েছে।

ফোনটা ফেরত দেওয়ার সময় মোহনা শুভকে বলে আকাশ তাঁকে খুব ভালবাসে। আর সত্যিকারের ভালোবাসাকে অবহেলা করতে বারণ করে মোহনা। শুভকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে আকাশের সঙ্গে কোন সম্পর্কে জড়াতে চায় না। কারণ, আজীবনের জন্য আদৃতকেই ভালোবাসে।

 

গৃহপ্রবেশ, Grihoprobesh, Grihoprobesh today episode 31 march, গৃহপ্রবেশ আজকের পর্ব ৩১ মার্চ, star jalsha, স্টার জলসা

অন্যদিকে, জিনিয়া এবং তার মা যে প্ল্যান করেছে তা সফল করার জন্য উঠে পড়ে লেগেছে। জিনিয়ার মা জিনিয়াকে ডোনার ব্যাপারে জিজ্ঞাসা করাতে সে বলে তাঁর ডোনার উপর বিশ্বাস আছে সে কিছু না কিছু ব্যবস্থা করবেই। জিনিয়া মনে মনে ভাবে, রায় বাড়ি থেকে শুভ আকাশকে বিয়ে করে বেরিয়ে গেলে তারপর সে সুমিতকে বিয়ে করে ওই বাড়ির মালকিন হবে।

এদিকে আবার মোহনার কথা শুনে শুভলক্ষ্মী ঠিক করে সে আর আকাশ সেনের সঙ্গে এইভাবে ব্যবসা করবে না এবং সেই সময়েই আকাশকে ফোন করে বাড়িতে ডাকে শুভ। এমনকি ফোনে আরো বলে, তার কাছে যা টাকা-পয়সা রয়েছে তা সবই ফেরত দিয়ে এই একসঙ্গে ব্যবসা করাটা বন্ধ করতে চাই শুভ।

অন্যদিকে ডোনা ছটফট করতে থাকে। আর এমন সময় ঋত্বিকাকে জিজ্ঞাসা করে বাড়ির এই অবস্থায় সে কেন এত ছটফট করছে? এই কথা বলতে বলতেই বাড়িতে চলে আসো শুভ এবং তাঁর কাছ থেকে টাকা চেয়ে বসে ডোনা। এই সময় শুভ বলে অনেক আশা করে তার কাছ থেকে টাকা নিয়েছিল যাতে সমস্ত টাকা আকাশকে ফেরত দিয়ে দিতে পারে।

শুভর কথা শুনে সবাই অবাক হয়ে গেলেও শ্রীমন্তী বলে যদি আকাশ শুনে সব টাকা দিয়ে তার মুখ বন্ধ রাখা যায় তাহলে এই ব্যাপারটা খুবই ভালো। শুভকে সমর্থন করে শ্রীমন্তী। কিন্তু এই সময় ডোনা তার টাকা চেয়ে বসে। দোটানায় পড়ে যায় শুভ।

এদিকে, রূপক চলে গেছে আকাশের সঙ্গে দেখা করতে। আকাশের সঙ্গে কথা বলে রূপক মনে মনে ভাবে হে মানুষটাকে যতটা খারাপ ভেবেছিল ততটাও খারাপ নয়। এর মধ্যে রঞ্জিনী বলতে থাকে আকাশ সেন চলে এলে কী হবে?

অন্যদিকে আবার দেখা যাচ্ছে মোহনা আয়ানের জন্য স্যুপ বানাচ্ছে। এমন সময় আয়ান বলে তাঁকে মিটিং করতে যেতে এবং বাকিটা সে সামলে নেবে। এই সময় সুযোগ বুঝে সুনন্দা আয়ানকে জিজ্ঞাসা করে সে মোহনাকে নিয়ে কিভাবে? এরপর মনে মনে সুনন্দা ভাবতে থাকে আকাশ-শুভর সম্পর্কটা কী হবে তা না জানলেও আয়ান-মোহনার সম্পর্কটা হলেও হতে পারে। এরপর, রায় বাড়িতে এসে শুভর সঙ্গে কথা বলে আকাশ।

আরও পড়ুনঃ “মায়ের জন্য আমি ছাড়া আর কিছু নেই!” নিজের সমস্ত সঞ্চয় দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করে আবেগী ‘হরগৌরী’ খ্যাত শুভস্মিতা!

আরও বলে, সে আর বিয়ের প্রস্তাব তাঁকে দেবে না। কিন্তু, শুভ যেনো কেশবকে তাঁর থেকে দূরে না করে, বললেন আকাশ। এরপর, বাকি ব্যবসার কথাও পরিবারের সকলের সামনে বলে নেয় শুভ। অবশেষে দেখা যায়, শুভর প্রায় প্রতিটা শর্তই নির্দ্বিধায় মেনে নেন আকাশ। আর এই ব্যাপারটা ঠিক খুশি হন শুভলক্ষী।