এই বছরের শুরুর দিক থেকেই বেশ পরপর কয়েকটি সিরিয়াল (Serial) শুরু হয়েছে স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলায়। এমনকি, এখন শোনা যাচ্ছে পুরোনো আর কয়েকটি ধারাবাহিকে নাকি যবনিকা পড়তে চলেছে।
বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে চলা কোনো সিরিয়াল হঠাৎ করে বন্ধ হয়ে গেলে দর্শকদের মধ্যে তার একটি প্রভাব দেখতে পাওয়া যায়। তবে, কোনোকিছুর শুরু মানে তার শেষ তো আছেই। কিছুদিন আগেই যেমন শেষ হল জি বাংলার নিম ফুলের মধু স্টার জলসার উড়ান তেমনি আসন্ন কিছুদিনের মধ্যে শেষ হচ্ছে আরও এক জনপ্রিয় সিরিয়াল।
টলি পাড়ার গুঞ্জন, আগামী কিছুদিনের মধ্যেই শেষ হচ্ছে স্টার জলসার ‘রোশনাই’। প্রাথমিকভাবে এই ধারাবাহিকের গল্প দর্শকদের মন জয় করলেও পরবর্তীকালে নায়িকার এবং সময়ের পরিবর্তনের বড়ো প্রভাব পড়েছে টিআরপি’তে।
আরও পড়ুনঃ “সকাল ৭টা থেকে রাত ১১টা অবধি বসে থেকেছি তবুও ডাকেনি কেউ! অভিনয় না, অপমানই জুটত!” —চোখে জল নিয়ে নিজের স্ট্রাগলের অভিজ্ঞতা ভাগ করলেন দেবপর্ণা পাল চৌধুরী
অনেক দর্শকদের মতে, মূলত নায়িকা বদল হওয়ার জন্যই এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়েছিলেন অনেকেই। তাই, মাত্র এক বছরের মধ্যেই ইতি হচ্ছে রোশনাই-আরণ্যকের গল্প। কিন্তু, এই ধারাবাহিকের বদলে নতুন কোন গল্প আসছে তা এখনো কিছুই জানা যায়নি।