স্টার জলসা (Star Jalsha) যেন একেবারে রাজত্ব করছে আগস্টের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List)। নতুন সপ্তাহ, নতুন লড়াই— ছোটপর্দার এই প্রতিযোগিতায় আবারও ধাক্কা খেল জি বাংলা (Zee Bangla)। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে শীর্ষে থাকা ‘পরিণীতা’ (Parineeta) অবশেষে টিআরপি তালিকা থেকে স্থান হারাল। উল্টে অপরাজেয়ভাবে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) এই সপ্তাহেও শীর্ষে।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট প্রকাশিত টিআরপি (TRP) রেটিংয়ে ৭.১ পয়েন্ট নিয়ে এক লাফে প্রথমে উঠে এসেছে এই ধারাবাহিক। ঐতিহাসিক প্রেক্ষাপট, দৃঢ়চেতা নারী চরিত্র ও নিখুঁত নির্মাণশৈলী— সব মিলিয়ে প্রতি সপ্তাহেই দর্শকদের মন জয় করে নিয়েছে এটি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok) ৬.৭ পয়েন্ট নিয়ে। ন্যায়ের পথে অবিচল এক সাধারণ মানুষের লড়াই, দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান, আর বাস্তবের প্রতিচ্ছবি— সবকিছুই দর্শকদের কাছে এই ধারাবাহিককে আলাদা করেছে।
গত সপ্তাহে তৃতীয় থাকলেও এ সপ্তাহে এক ধাপ এগিয়ে দ্বিতীয়তে পৌঁছেছে এটি। এবার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘চিরসখা’ (Chiroshokha) , রেটিং ৬.৪। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা ও বন্ধুত্বের সেতুবন্ধনে এগোতে থাকা গল্প দর্শকদের টেনে রেখেছে শুরু থেকে। চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় জি এর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri), এই সপ্তাহে যার রেটিং ৬.৩। অপরাধ, অ্যাকশন আর বুদ্ধিমত্তার এক দুর্দান্ত মেলবন্ধন এই গল্পে।
রহস্যের পর রহস্য উন্মোচন আর নারী চরিত্রের শক্তিশালী উপস্থিতি একে আলাদা মাত্রা দিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.০ পয়েন্ট নিয়ে। তীরন্দাজির প্রেক্ষাপটে তৈরি এই ধারাবাহিক নতুন ধরনের কাহিনি ও নির্মাণের জন্য আলাদা নজর কেড়েছে শুরু থেকেই। ট্রেন্ডিং ধারাবাহিকের তালিকাতেও এবার কয়েকটি নাম নজর কেড়েছে। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ৫.৫ পয়েন্ট নিয়ে মাঝামাঝি অবস্থানে থাকলেও এর ভক্তসংখ্যা স্থির।
আরও পড়ুনঃ শাড়ির আঁচলও তুলে দিয়েছে! সযত্নে প্রাক্তনের আঁচল বুকে আগলে রাখলেন দেব! বড়মার মন্দিরে দেব-শুভশ্রীর এই সম্মান-ভরা বন্ধুত্বকে কুর্নিশ জানাচ্ছে বাংলার মানুষ!
অন্যদিকে, ‘কুসুম’ ৪.২ ও ‘লক্ষ্মী ঝাঁপি’ ৩.৫ পয়েন্ট নিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে। যদিও রেটিং তুলনামূলক কম, তবুও নতুন দর্শক টানার চেষ্টা অব্যাহত রেখেছে এগুলি। সবমিলিয়ে বলা যায়, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ছোটপর্দায় রমরমিয়ে চলছে স্টার জলসার দাপট। রাণী ভবানীর সাফল্য যেন প্রমাণ করে দিল, গল্পের শক্তি ও সঠিক উপস্থাপনা থাকলে দর্শকের মন জয় করা কঠিন নয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of Aug | 14th Aug | Thursday | BT •• রাণী ভবানী 7.1, 2nd •• পরশুরাম 6.7, 3rd •• চিরসখা 6.4, 4th •• জগদ্ধাত্রী 6.3, 5th •• রাঙামতি 6.0
Trending– কুসুম 4.2, লক্ষ্মী ঝাঁপি 3.5, চিরদিনই তুমি যে আমার 5.5