TRP: সাপকন্যা পঞ্চমীর অবাস্তব গল্প আর ধোপে টিকলো না! দীপা-সূর্যর মিলনের উত্তেজনাপূর্ণ পর্ব ছিনিয়ে নিলো বেঙ্গল টপারের খেতাব! শুরুতেই অনুরাগের ছোঁয়ার কাছে মুখ পুড়লো পঞ্চমী ভক্তদের

আজ বৃহস্পতিবার অর্থাৎ বাংলা সিরিয়ালে এক গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনেই বাংলা সিরিয়ালের ভাগ্য অর্থাৎ ফলাফল নির্ধারণ করা হয় এবং সামনে আসেন। কোন সিরিয়াল কতটা এগিয়ে রয়েছে কোন সিরিয়াল জমছে না দর্শকদের কাছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় এই দিনেই।

আজ সেই হিসাব পেয়ে গেছি আমরা। এবার বেঙ্গল টপারে আবার জিতে গেছে অনুরাগের ছোঁয়া। একেবারে দ্বিতীয় স্থান পাকাপাকিভাবে দখল করে নিয়েছে এই সিরিয়াল। বিগত কয়েক সপ্তাহ ধরেই দ্বিতীয় স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া।

অনুরাগের ছোঁয়া । মহাসপ্তাহ । 13 - 16 ডিসেম্বর 9:30 PM - YouTube
এদিকে পঞ্চমী জুড়ে অনেক আশা ছিল ভক্তদের। কারণ এই গল্প আর পাঁচটা সিরিয়ালের থেকে একেবারেই আলাদা এবং অবাস্তব ঘটনা নিয়ে তৈরি। গতবার সিরিয়াল যদিও বেঙ্গল টপারের তালিকায় স্থান পেয়েছিল কিন্তু এই সপ্তাহে কোথাও তার জায়গা হলো না। হতাশাজনকভাবে মুখ থুবড়ে পড়েছে পঞ্চমী।

Ponchomi - Watch Episode 8 - A Mysterious Visitor Meets Ponchomi on Disney+  Hotstar
যদিও এবারেও প্রথম স্থান অধরা থেকে গেল জলসার কাছে। বরাবরের মতো কয়েক সপ্তাহ ধরে এই স্থানে রয়েছে জগদ্ধাত্রী এবং এই সপ্তাহেও সেই স্থান থাকলো তারই দখলে। এই লিখে দেখতে গেলে একমাত্র দ্বিতীয় স্থানে রয়েছে জলসা আর বাকি প্রথম থেকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম সব স্থানেই জি বাংলার জয় জয়কার।

এক নজরে এই সপ্তাহের সেরার তালিকা:

১ম •• জগদ্ধাত্রী ৮.৯
২য় •• অনুরাগের ছোঁয়া ৮.৪
৩য় •• গৌরী এলো ৮.১
৪র্থ •• খেলনা বাড়ি ৮.০
৫ম •• নিম ফুলের মধু ৭.৭