দুই বোনের একসঙ্গে নেগেটিভ চরিত্রে অভিনয় করা সত্যিই একটা মজার ব্যাপার। দেবাদৃতা বসু (Debadrita Basu) জি বাংলার জনপ্রিয় ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ভিলেন হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন, অন্যদিকে ওর বোন দেবপ্রিয়া বসু (Debopriya Basu) স্টার জলসার অন্যতম ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে সোনার চরিত্রে অভিনয় করছে। যদিও সেখানেও সোনা অর্থাৎ দেবপ্রিয়াকে নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছে। দুই বোন ঠিক একই কাজ করছেন। এখন দর্শকেরা বলছে, “এ কী! দুই বোন মিলে সিরিয়াল দুনিয়ায় নেগেটিভ এনার্জি ছড়াচ্ছে?”
দেবাদৃতা বসু এবং দেবপ্রিয়া বসু—এই দুই বোন এখন বাংলা ধারাবাহিক জগতে বেশ চর্চার কেন্দ্রবিন্দুতে। বড় বোন দেবাদৃতা বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করছেন। তার প্লট টুইস্ট এবং ষড়যন্ত্রমূলক অভিনয় দর্শকদের মাঝে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অন্যদিকে, ছোট বোন দেবপ্রিয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনা চরিত্রে ভিলেন হিসেবে অভিনয় করছে। দুই বোনের একসঙ্গে নেগেটিভ চরিত্রে অভিনয় করা যেন বাংলা সিরিয়াল দর্শকদের জন্য এক নতুন চমক।
দর্শকদের একটি বড় অংশ বিষয়টি বেশ মজার দৃষ্টিতে দেখছেন। ট্রোলের জগতে এখন কথাবার্তা চলছে—”দুই বোন, দুই চ্যানেলে দুই ভিলেন!” কেউ কেউ মজা করে বলছেন, “এরা একসঙ্গে হয়তো ভিলেন অ্যাসোসিয়েশন খুলতে পারে।” আবার কেউ কেউ বলছেন, “এই দুই বোনকে এক সিরিয়ালে ভিলেন হিসেবে দেখানো উচিত, তখন তো একেবারে ধামাকা হবে!”
ট্রোলারদের মতে, “বাড়ির লোকজন ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলেই হয়তো এই ‘ভিলেন মোড’ অফ হয়ে যেত!” এক কথায়, বাংলার ছোটপর্দায় বসু বোনেদের এই যুগলবন্দি এখন ট্রোলের প্রিয় বিষয়। কিন্তু দুজনেই দুদিকে অসাধারণ অভিনয় করছে সেটাও বলা বাহুল্য।
আরও পড়ুনঃ ‘খাদান’-এ নেগেটিভ চরিত্রে অভিনয় ‘না’, এবার হাতে ত্রিশূল নিয়ে লুঙ্গি ডান্স করে লোক মাতাতে আসছেন বাংলার লিডিং হিরো
তবে ট্রোল এবং মজার পাশাপাশি এটাও মানতেই হবে, দেবাদৃতা এবং দেবপ্রিয়া দু’জনেই নেগেটিভ চরিত্রে অসাধারণ দক্ষতা দেখাচ্ছেন। তাদের অভিনয়ের সাবলীলতা এবং শক্তিশালী উপস্থিতি দর্শকদের মন কাড়ছে। ভিলেন হওয়ার দায়িত্ব যে সহজ নয়, তা তারা প্রমাণ করেছেন। দুই বোনের একসঙ্গে এই সাফল্য বাংলা ইন্ডাস্ট্রির জন্যও এক অনন্য মুহূর্ত। এখন দেখার বিষয়, তারা ভবিষ্যতে একসঙ্গে কোনো প্রজেক্টে নতুন কিছু উপহার দেন কিনা!