এবার উনি সিরিয়ালের স্ক্রিপ্ট‌ ও লিখে দেবেন! মুখ্যমন্ত্রীর ‘ক্রা’ইম সিরিয়াল’ মন্তব্যে পাল্টা জবাব চন্দন সেনের

বাংলার খ্যাতিমান অভিনেতা চন্দন সেন (Chandan Sen) সম্প্রতি মুখ্যমন্ত্রীর ‘ক্রা’ইম সিরিয়াল’ মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন, “টেলিভিশন সিরিয়াল গুলোতে অতিরিক্ত অপ’রাধমূলক দৃশ্য দেখানো হচ্ছে, যা সমাজে নে’তিবাচক প্রভাব ফেলছে।” এই মন্তব্য নিয়ে বাঙালি বিনোদন জগতে তুমুল বিত’র্ক সৃষ্টি হয়েছে, আর সেই বিত’র্কে নিজের বক্তব্য নিয়ে সরব হলেন চন্দন সেন।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে চন্দন সেন এই মন্তব্যের বিরোধিতা করে বলেন, “এসব বাজে কথা বলে লাভ নেই। ২০১১-২০১৩ সাল পর্যন্ত পরিচালকদের যেভাবে কাজ করতে বাধ্য করা হয়েছে, তার জন্য কারা দায়ী তা সবার জানা উচিত। আজ সকলের মুখে যেন চটি আটকে রয়েছে!” তিনি দাবি করেন, টেলিভিশনের বিষয়বস্তু নিয়ে নেতিবাচক মন্তব্য করা অপ্রয়োজনীয়, বরং যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তাদের সমর্থন করা উচিত।

চন্দন সেনের এই বক্তব্যে বিনোদন জগতে শোরগোল পড়ে গেছে। একদিকে অভিনেতার অনুরাগীরা তার সাহসিকতার প্রশংসা করছেন, অন্যদিকে রাজনৈতিক মহলে চন্দন সেনের বক্তব্য ঘিরে নানা জল্পনা চলছে। শিল্পের স্বাধীনতা নিয়ে তার এ ধরনের কড়া মন্তব্য তাকে আরো একবার সংবাদের শিরোনামে নিয়ে এসেছে।

এই প্রথম নয়, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আগেও নিজের মত প্রকাশ করেছেন চন্দন সেন। আরজি কর কান্ডের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এখন তার এই প্রতিবাদী মনোভাব তাকে রাজ্য রাজনীতিতেও আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

আরও পড়ুন: বাংলা ছেড়ে বাংলার তারকারা এখন সবাই মুম্বই মুখী, এবার টলিউড ছেড়ে বলিউডে পাড়ি জমালেন বাংলার জনপ্রিয় এই নায়িকা

মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে চন্দন বলেন, “টিভি সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে অযথা হস্তক্ষেপ বন্ধ করা উচিত।” নেটিজেনরা মনে করছেন, চন্দন সেনের এ ধরনের মন্তব্য সরকার ও বিনোদন শিল্পের মধ্যে নতুন একটি বিতর্কের জন্ম দিতে পারে।

You cannot copy content of this page