বাংলা ছেড়ে বাংলার তারকারা এখন সবাই মুম্বই মুখী, এবার টলিউড ছেড়ে বলিউডে পাড়ি জমালেন বাংলার জনপ্রিয় এই নায়িকা

গঙ্গা পার থেকে আরব সাগরের পারে পাড়ি জমিয়েছেন বাংলার বহু তারকা।‌ যদিও আগে সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতে বলিউডে (Bollywood ) পাড়ি দিতেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে এখন সেই যাওয়া আসা আর‌ও খানিকটা বেড়েছে। হিন্দি সিরিয়াল থেকে সিনেমা বাংলা থেকে অহরহ কাজ পাচ্ছেন বহু তারকা। পার্শ্ব চরিত্র থেকে মুখ্য চরিত্র বাংলার তারকাদের এখন রমরমা।

যীশু সেনগুপ্ত, অনির্বাণ , স্বস্তিকা , চূর্ণী গাঙ্গুলী, শাশ্বত, পরমব্রত, টোটা রায়চৌধুরীরা বলিউডের একাধিক সিনেমায় নিজেদের অভিনয় দিয়ে মাত করেছেন। সম্প্রতি শোনা গেছে, বাংলার সুপারস্টার দেব নাকি বলিউডের একটি ছবিতে কাজ করতে চলেছেন। সাম্প্রতিক সময়ে একাধিক বাঙালি অভিনেত্রী হিন্দি ধারাবাহিকি অভিনয় করে চলেছেন দেবচন্দ্রিমা, অদ্রিজা, শ্রীতমা একাধিক টলিউডের অভিনেত্রী মূল ধারার হিন্দি ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

আর এবার টলিউড থেকে বলিউডের উদ্দেশ্যে রওনা দিলেন আরও এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। কে তিনি? বলাই বাহুল্য তিনি বাংলা ধারাবাহিকের বহুল প্রচলিত মুখ। তিনি অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। এর আগে এই অভিনেত্রীর দেখা মিলেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো’তে। কিন্তু তারপর থেকে দীর্ঘদিন আর দেখা নেই এই অভিনেত্রীর। কোথায় গেলেন তিনি? কি করছেন তিনি?

আরও পড়ুন: ঝিলিকের সম্মান রক্ষায় আঁখির কঠিন ল’ড়াই! ব্য’র্থ হলে ভাঙবে পরিবারের মান-সম্মান?

জানা গেছে অভিনেত্রী মুম্বাইতে রয়েছেন শুটিংয়ে মহাব্যস্ত। জানা গেছে, একটি হিন্দি সিরিজে কাজের সুযোগ পেয়েছেন তিনি। যদিও বিভিন্ন সময় মুম্বাইতে বিভিন্ন কাজের জন্য অডিশন দিতে যান তিনি। আর এই সিরিজের জন্য‌ও অডিশন দিতে গিয়েছিলেন এবং সেখান থেকে মেলে সুযোগ। সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, এই হিন্দি সিরিজ়ে সমাজের এক বিশিষ্ট ব্যক্তি হিসেবে তাঁকে দেখা যাবে। হিন্দিতে কাজের সুযোগ পেয়ে এবং মুম্বাইয়ের কাজের পরিবেশে ভীষণ খুশি নাকি অভিনেত্রী। ‌ তবে কি এবার বাংলাকে বিদায় জানিয়ে মুম্বাইতেই ঘাঁটি গড়বেন এই অভিনেত্রী‌ও?

Back to top button