বাংলা টেলিভিশনে এখন নাগাড়ে এসে চলেছে একের পর এক নিত্য নতুন ধারাবাহিক। আসলে নতুন ধারাবাহিককে জায়গা করে দিতে পুরনো ধারাবাহিককে তো সরে যেতেই হয় আর সেই ধারাবাহিকতাতেই বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন সব ধারাবাহিক। এই যেমন জি বাংলার পর্দায় মাস কয়েক আগে বন্ধ হয়ে গেছে জনপ্রিয়তম ধারাবাহিক মিঠাই।
আর একটা সময় মিঠাইকে সিংহাসন থেকে টলিয়ে দেওয়া ধারাবাহিক জলসার গাঁটছড়া (Gaatchora) এবার বন্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে। বলা ভালো ধারাবাহিক বন্ধের গুঞ্জনের মাঝে গাঁটছড়া বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছে। সাম্প্রতিক সময়ে স্টার জলসার পর্দায় বন্ধ হয়ে গেছে মেয়েবেলা ধারাবাহিকটি সেই জায়গায় শুরু হয়েছে সন্ধ্যাতারা। আর গাঁটছড়া স্লট পরিবর্তন হয় শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুঁতে।
একটা সময় টিআরপিতে জি বাংলার মিঠাই এবং স্টার জলসার গাঁটছড়ার মধ্যে প্রবল লড়াই হতো। যখন কোনও ধারাবাহিক মিঠাইকে টিআরপি শীর্ষস্থান থেকে সরাতে পারছিল না সেই সময় সাহস দেখিয়েছিল গাঁটছড়া। যদিও কয়েক মাস আগেই এই ধারাবাহিকের মূল নায়িকা খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় এই ধারাবাহিক ছেড়ে দিয়েছেন। আর তিনি ধারাবাহিক ছেড়ে দেওয়ার ফলে অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই ধারাবাহিকটি।
সাম্প্রতিক সময়ে এই ধারাবাহিকে বহু নতুন মুখ এলেও সেই জনপ্রিয়তা আর ফিরে পায়নি ধারাবাহিক গাঁটছড়া। এখনও এই ধারাবাহিকের মূল নায়ক চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। তার জীবনে নতুন নায়িকা হিসেবে এসেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। কিন্তু ফেরেনি সেই হারিয়ে যাওয়া গৌরব। সেই হারিয়ে যাওয়া জনপ্রিয়তা।
কবে অন্তিম দিনের সম্প্রচার হচ্ছে গাঁটছড়ার?
প্রসঙ্গত উল্লেখ্য, অন্তিম দিনের সম্প্রচার হতে চলেছে ধারাবাহিক গাঁটছড়ার বলে জোর গুঞ্জন উঠেছে টলি পাড়ায়। তা কবে শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিকটি? শোনা যাচ্ছে, না এই মুহূর্তে বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকটি। চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এক্ষুনি এই ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়ত আগামী সেপ্টেম্বর, অক্টোবর মাস নাগাদ এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে। তবে আপাতত এই ধারাবাহিকটি বন্ধ হওয়ার গুঞ্জন ন্যাসাৎ করে দিয়েছে টিম গাঁটছড়া।