বিনোদন জগতে ধারাবাহিক যোগায় বেঁচে থাকার রসদ। সন্ধ্যেবেলায় সমষ্ট কাজ সেরে মা কাকিমারা বসে পড়েন টিভির পর্দার সামনে ধারাবাহিক দেখার আনন্দে। ধারাবাহিক ছাড়া বিনোদন জগত ফিকে হয়ে থাকে। ধারাবাহিক না থাকলে টেলিভিশনের পর্দা যেন গুরুত্বহীন হয়ে পড়ে। টেলিভিশনের ধারাবাহিক সম্প্রচারে বিভিন্ন চ্যানেলের মধ্যে দুটি অন্যতম স্টার জলসা এবং জি বাংলা।
এই ধারাবাহিক গুলির মধ্যে একটি অন্যতম ধারাবাহিক জি বাংলার মিঠিঝোরা। বেশ কয়েক মাস আগে অর্গানিক স্টুডিওর তত্ত্বাবধানে এই ধারাবাহিক শুরু হয়েছিল। এটি শুরু হওয়া থেকেই দর্শকদের বেশ নজর কেড়েছিল। তিন বোনের জীবনের গল্প নিয়ে এই ধারাবাহিক। রাই, নীলু এবং স্রোত, তিন বোনের লড়াইয়ের কাহিনী পর্দায় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা।
এছাড়াও শৌর্য্য এর চরিত্রটিও নজর কেড়েছিল দর্শকদের। সৌর্যের সঙ্গে রাই এর বিয়ের দিন রাইয়ের বাবার মৃত্যুর হয়। সেই জন্যই মেজো বোন নীলুর সঙ্গে সূর্যের বিয়ে দিয়ে দিয়েছিল রাই। তারপর থেকেই নানান উঠে পড়া ভুল বোঝাবুঝি নিয়ে গল্পের প্লট চলেছে। অন্যদিকে রাই এর বিপরীতে এসেছিল আরেক অভিনেতা অনির্বান। তার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছে রাই। গল্পের মোড় ঘুরছে তীব্রগতিতে। তবে এখনো ধারাবাহিকে দর্শকের প্রিয় জুটি হল রাই আর শৌর্য্য।
পুনরায় রাই-শৌর্য্য জুটি ফিরিয়ে আনার আবেদন করেছে দর্শক। সকলেই ভেবেছিল নীলু, শৌর্যের ছাড়াছাড়ির পর হয়ত পুনরায় রায়ের সঙ্গে মিল হবে শৌর্যের। অন্যদিকে অনির্বাণের সাথে রাইয়ের সঙ্গেও একাধিক ঝামেলা ঝগড়ার পর দর্শকেরা চেয়েছিল শৌর্য্য যাতে ফিরে আসে রাইয়ের জীবনে, কিন্তু সেটাও হয়নি। তবে এবারে সত্যি হয়তো দর্শকদের সেই মনের ইচ্ছে পূরণ হতে পারে। কারণ গল্পের বর্তমান ট্র্যাকে দেখা যাচ্ছে রাই এবং অনির্বাণের ডিভোর্স হয়ে গিয়েছে। অন্যদিকে নিলুর সাথেও শৌর্য্য ডিভোর্স হয়েছে। তাই হয়তো আবার ফিরতে পারে রাই শৌর্য্যর জুটি।
আরও পড়ুনঃ না বলা ভালোবাসার গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘চিরসখা’! দ্বিতীয় শ্রীময়ী হতে চলেছে! মত দর্শকদের
এছাড়াও সোশ্যাল মিডিয়াতে শৌর্য্য অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি রায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি থেকেও উঠে এসেছে দর্শকের মনে নানান রকম প্রশ্ন। এই ছবিতে দেখা গেছে রাই, বউমনিকে এবং আগে রাইয়ের দাদাভাইয়ের চরিত্রে যিনি অভিনয় করতেন তাকেও। আর ক্যাপশনে লিখেছেন নস্টালজিয়া। তবে এই পুরনো ছবি পোস্ট করে কি বোঝাতে চাইলেন অভিনেতা? তবে কি রাই- শৌর্য্যর মিলনেরই ইঙ্গিত দিলেন তিনি। অবশেষে পূরণ হবে কি দর্শকদের মনের ইচ্ছে? যদিও কর্তৃপক্ষর তরফ থেকে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে ধারাবাহিকের আগামী পর্বগুলির জন্য।