বিয়ের মণ্ডপে উধাও ঋদ্ধির হবু বউ রুক্মিণী! ‘বুড়ো বয়সে ব‌উ পালাল এই জ্বালা কোথায় রাখবে’! ঋদ্ধির ৩ নম্বর বিয়ে নিয়ে হচ্ছে দেদার খিল্লি

বাংলা টেলিভিশনের (Bengali Television) দুনিয়ায় এই মুহূর্তে টিআরপির (TRP) নম্বর‌ই শেষ কথা বলে। একটা সময় বাংলা টেলিভিশনের দুনিয়া কাঁপিয়েছিল এই ধারাবাহিকটি। জি বাংলার মিঠাই ধারাবাহিককে পরাস্ত করে ছেড়েছিল জলসার (Star Jalsha) গাঁটছড়া(Gaatchora)।‌

খুব অল্প সময়েই ব্যাপক প্রশংসা এবং সমাদর কুড়িয়ে নিয়েছিল এই ধারাবাহিকটি। কিন্তু কয়েক মাস আগেই ধারাবাহিকের মূল নায়িকা শোলাঙ্কি রায় এই ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে যান । ফলত এই ধারাবাহিকটি থেকে মুখ ফেরান বহু দর্শক। বলা যায় পুরোনো সেই টানটা হারিয়ে যায় এই ধারাবাহিকটি থেকে।

দ্বিতীয় প্রজন্মের গল্প শুরু হলেও নায়ক কিন্তু অপরিবর্তিত থাকে। অর্থাৎ ঋদ্ধিমান সিংহ রায়। আর এই নায়কের জীবনে খড়ির পর আসতে থাকে একের পর এক নায়িকা‌। গল্পে নিয়ে আসা হয় বিন্দি নামক একটি চরিত্রকে যাঁর স্বভাবের সঙ্গে মিলে যায় খড়ির স্বভাব। এরপর এই চরিত্রটিকে ঘিরে শুরু হয় নোংরা ট্রোলিং।

তবে চমকের অন্ত নেই। তারপর আসে রুক্মিনী নামক একটি চরিত্র। অর্থাৎ চমকের অভাব নেই এই ধারাবাহিকে। রুক্মিণীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। যদিও শ্রীপর্ণা আগেই জানিয়েছিলেন তিনি এই ধারাবাহিকে খড়ি-চরিত্রে অভিনয় করতে আসেননি। আর তাই শ্রীপর্ণা অভিনীত এই রুক্মিণী চরিত্রটি নিয়ে দর্শকমহলে বেশ ভালো রকম সাসপেন্স তৈরি হয়েছে।

আর এবার ঋদ্ধিমানের সঙ্গে বিয়ে হচ্ছে রুক্মিনীর। এই বিয়েতে নিজেই আগ্রহ দেখিয়েছে রুক্মিনী। কিন্তু বিয়ের দিন হঠাৎ করে উধাও বিয়ের কনে। বিয়ের মন্ডপে একাকী দাঁড়িয়ে ঋদ্ধিমান। উল্লেখ্য , এর আগেও দ্যুতির সঙ্গে যখন বিয়ে হচ্ছিল ঋদ্ধিমানের তখন মন্ডপ ছেড়ে পালিয়েছিল দ্যুতি। অগত্যা খড়ির সঙ্গে বিয়ে হয় ঋদ্ধিমানের। তবে কী এবার‌ও রুক্মিনীর বদলে ঋদ্ধিমানের হাত ধরতে ফিরছে খড়ি?

You cannot copy content of this page