“এটা সায়ন্ত মোদকের জেরক্স কপি, একটা সিরিয়াল করবে আর প্রেমিকা বদলাবে!” সায়ন্ত ঝড়ের মাঝেই কটাক্ষের শিকার ফুলকির নায়ক অভিষেক বোস!

টেলিভিশন অভিনেতা অভিষেক বোস সম্প্রতি নতুন এক বিতর্কে জড়িয়েছেন। জি বাংলার “ফুলকি” (Phulki) ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করা ‘অভিষেক বোস’ (Abhishek Bose) সম্প্রতি “সোনার সংসার” পুরস্কার অনুষ্ঠানে সহ-অভিনেত্রী ‘শার্লি মদকে’র (Sharly Modak) সঙ্গে উপস্থিত হয়েছিলেন। তাদের পোশাকের সামঞ্জস্য এবং কথোপকথনের ভঙ্গি দেখে অনেকেই ধারণা করছেন, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। অতীতে অভিষেকের একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে, এবং সেই সম্পর্কগুলোর স্থায়িত্ব ছিল না।

এই নতুন জল্পনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। দর্শকদের একাংশ অভিষেককে “সায়ন্ত মোদকের জেরক্স কপি” বলে মন্তব্য করছেন। কারণ, কিছুদিন আগেই “জগদ্ধাত্রী” সিরিয়ালের অভিনেতা সায়ন্ত মোদক তার ব্যক্তিগত জীবনের জন্য সমালোচনার মুখে পড়েছেন এবং তাকে সিরিয়াল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। এবার অভিষেকের ক্ষেত্রেও অনুরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, অভিষেক একের পর এক প্রেমিকার বদল করেন, যা তার চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে।

Abhishek bose

কিছু দর্শক অভিষেকের পেশাদারিত্ব ও চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই তাকে ব্যঙ্গ করে “Playboy promax” বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “এক একটা সিরিয়াল করবে আর প্রেমিকা বদলাবে! ফালতু একটা।” কেউ কেউ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, “একে নায়ক হিসেবে একদম মানায় না, তার উপর চরিত্রের ওই ছিঃ! সিরিয়াসলি?” এছাড়াও, “এ আর এক সায়ন্ত মোদক! একের পর এক প্রেমিকা বদল হয়” কিংবা “লুচ্চা বেটা”—এই ধরনের কথাবার্তাও ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বড় রদবদল! এক টানা অষ্টম সপ্তাহও শীর্ষে পরিণীতা, নজর কাড়ল ‘দুগ্গামণি’

অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত জীবনে প্রেমের তারতম্য তার ইমেজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কেউ কেউ ভবিষ্যদ্বাণী করছেন, “নেক্সট ইয়ার অন্য মেয়ের সাথে দেখা যাবে নতুন মেয়ে পটিয়ে সেই মজা”— যা প্রমাণ করে যে একাংশ দর্শকের কাছে অভিষেকের সম্পর্কের ধারাবাহিক পরিবর্তন উপহাসের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে, সামাজিক মাধ্যমে অভিষেক বোসকে নিয়ে তীব্র সমালোচনা এবং ব্যঙ্গ চলছেই।এই বিতর্কের ফলে অভিষেক বোসের জনপ্রিয়তা কমবে কিনা, তা সময়ই বলবে।

তবে যদি দর্শকদের মধ্যে তার চরিত্র নিয়ে এমন নেতিবাচক ধারণা গড়ে ওঠে এবং তিনি বারবার নতুন নারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যান, তাহলে ভবিষ্যতে তার “হিরো ইমেজ” ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শকরা সাধারণত নায়কের একটি নির্দিষ্ট ভাবমূর্তি প্রত্যাশা করেন, আর যদি তা বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে, তাহলে তার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। এর ফলে তিনি ভবিষ্যতে বড় কোনো সিরিয়ালে মুখ্য চরিত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এখন প্রশ্ন হলো, এই বিতর্ক তার ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে নাকি এটি শুধুই এক ক্ষণস্থায়ী আলোচনা।

You cannot copy content of this page