প্রযোজকদের তীব্র অত্যাচার মোটা বলে! টানা ছয় মাস আয়নায় নিজের মুখ দেখতে চাননি বিদ্যা বালান

এই মুহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বিদ্যা বালান। খুব কম সময়ের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এই ইন্ডাস্ট্রিতে।

পরিণীতা সিনেমার মাধ্যমে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। তারপর ধীরে ধীরে কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বে উঠেছে। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এই পথচলা এতটা সহজ ছিল না নায়িকার পক্ষে। এই নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুতে একের পর এক ব্যর্থতা দেখা দিয়েছিল জীবনে। প্রায় এক ডজনেরও বেশী সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল নায়িকাকে।

কোন পরিচালক ছবির জন্য নিতেন না। তেমনি একবার ছবি থেকে বাদ পড়ায় খুব কষ্ট এবং অভিমান হয়েছিল নায়িকার। তপ্ত রোদের মধ্যে মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা পর্যন্ত হেঁটে গিয়েছিলেন তিনি। এমনকি এতটাই কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছিল নায়িকার সাথে যে ৬ মাস নিজেকে আয়নায় দেখতে চাইতেন না তিনি। শেষমেষ ২০০৩ সালে ভালো থেকো সিনেমায় মুখ দেখান পরমব্রতর সঙ্গে।

নায়িকাকে বাইরে খুব একটা ক্যামেরায় প্রয়োজন ছাড়া দেখা যায় না। ইন্ডাস্ট্রির নিজের পার্টিতেও খুব একটা যান না বিদ্যা।

You cannot copy content of this page