বিয়ের মাত্র পাঁচদিন পরেই সিঁথি ফাঁকা! কটাক্ষের মুখে নববধূ অভিনেত্রী আলিয়া ভাট
মাত্র পাঁচ দিন হলো বিয়ে সম্পন্ন হয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের। নিজের ক্রাশকে বিয়ে করেছেন অভিনেত্রী। কিন্তু তারপরেই কটাক্ষের মুখে নায়িকা। 5 দিন যেতে না যেতেই সিঁথিতে নেই সিঁদুর। হিন্দুমতে নায়িকা বিয়ে করেছিলেন অভিনেতাকে।
হিন্দু রীতি অনুযায়ী বিয়ের পর মহিলাদের সিঁথি ভর্তি করে সিঁদুর পরতে হয়। কিন্তু নায়িকাকে সম্প্রতি যে লুকে দেখা গেলো তাতে মাথায় সিঁদুর নেই। আর এতেই অবাক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
আসলে বিয়ের পরে পরেই কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী এবং অভিনেতা দুজনেই। মঙ্গলবার নায়িকার এমন একটি লুক ভাইরাল হলো যেখানে দেখা গেল তিনি এক শুটিংয়ে যাচ্ছেন। হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন তিনি।
পরিচালক করণ জোহার এবং ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার সঙ্গে ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করতে মুম্বইয়ের বাইরে গেলেন অভিনেত্রী।
View this post on Instagram
প্রশংসা পাওয়া তো দূরের কথা সকলেই তাঁকে কটাক্ষ করলেন। নববিবাহিতা বলে মনে হচ্ছে না নায়িকাকে। কারণ সিঁদুর পরেননি, হাতে চুড়িও নেই। একেবারে অবিবাহিতার মতোই বেরিয়ে পড়েছেন তিনি। রীতিমত রেগে গিয়েছে সাধারণ মানুষ।