‘ষাট হতে চলল,এবার তো বিয়ে করো’, সলমনকে বিয়ে করতে বললেন বিগ বি! লজ্জায় লাল হয়ে গেল ভাইজানের গাল

মণীশ পল তাঁর সোশ্যাল মিডিয়ায় দাবাং টুরের কিছু ঝলক শেয়ার করেছেন। সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অমিতাভ বচ্চন নিজে সলমান খানকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন। এটা শুনে হেসে ফেললেন ভাইজান নিজেই।

সম্প্রতি রিয়াধে অনুষ্ঠিত হয় এক বিশাল অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন শিল্পা শেট্টি, সলমন খান, প্রভু দেবা, সাই মঞ্জরেকর, আয়ুশ শর্মা, মণীশ পল প্রমুখ। বিশাল তারকাদের দেখতে দর্শকের ভিড় উপচে পড়ার মতো ছিল। দর্শকদের সামলাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছে উদ্যোক্তাদের।

এবার সেখানেই শোনা যায় মণীশ পল মাইক্রোফোনে বলেন যে এবার মঞ্চে আসছেন অমিতাভ বচ্চন। তবে আসল নয়, অমিতাভ বচ্চন সেজে আসেন সুনীল গ্রোভার। সুনীল বিগ-বির গলা নকল করে সলমনকে বলেন বিয়ে করার কথা। এবার তাঁর বিয়ে করে নেওয়া উচিৎ, এমনটাই পরামর্শ দেন সুনীল। আবার এও প্রশ্ন করেন যে বিয়ের কথা শুনলেই এমন কেন হয় সলমনের? এই কথা শুনে রীতিমতো হেসে ফেলেন দাবাং খান।

You cannot copy content of this page