Arijit Singh: তার গাওয়া গানে মুগ্ধ গোটা দেশ, অরিজিৎ সিং এর বাংলা গান এবার পেল বিদেশি সম্মান!

আমরা কথাই বলে থাকি সুর কোনো রকম বাঁধা মানে না।গানের ভাষা বুঝতে না পারলেও গানের সুর মানুষ কিন্তু ভালো রকম ভাবেই অনুভব করতে পারে আর তাই তো গানের লিরিক্স না জেনেই অনেকেই গুনগুন করে গানের সুরে মেতে থাকেন। ঠিক যেমনটা ঘটেছিল শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির মানিকে মাগে হিতে কে নিয়ে। তেমনি এমন একজন বাঙালি আছে যার গানের সুরে আসমুদ্রহিমাচল কাত। তিনি আর কেউ নন তিনি হলেন সবার প্রিয় অরিজিৎ সিং।

এবার তার জন্য গর্বিত হলো বাংলা ইন্ডাস্ট্রি।তারই গাওয়া একটা বাংলা গান পেল আন্তর্জাতিক সম্মান। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং। সেখানেই জানিয়েছিলেন শিল্পের স্রষ্টা শিল্পীরা কোন দেশের বাঁধা মানে না। জানতে চাইছিলেন পাকিস্তানের ওপর যে শিল্পী ব্যান ছিল তা উঠে গেছে কিনা। যদিও তার এই মন্তব্য নিয়ে অনেক সমালোচনা হয়েছিল।

তবে এবার মার্কিন বিদেশসচিব এন্টনি ব্লিঙ্কেন প্রায় একইরকম একটি মন্তব্য করলেন। তিনি তার পছন্দের বেশ কয়েকটি গানের তালিকা প্রকাশ করেছেন যেখানে রয়েছে অরিজিত সিং-এর গাওয়া একটি বাংলা গান। সেই গানটি কোন গান জানেন? সেই গানটি হল অরিজিতের গাওয়া একা একেলা মন।

চিরদিনই তুমি যে আমার ২ সিনেমাতে এই গান গেয়েছিলেন অরিজিৎ সিং। এখন এন্টনি এই তালিকা প্রকাশ করায় অরিজিতের এই বাংলা গান আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। এই খবরটি প্রকাশ করেছে এসভিএফ মিউজিক। অরিজিতের ভক্তরা এই খবরে যারপরনাই খুশি। হবে না কেন দেশের ছেলে বিদেশে যে আবার মুখ উজ্জ্বল করেছে।

You cannot copy content of this page