সম্প্রতি এক অনুষ্ঠানে গান গাওয়ার সূত্রে সিঙ্গাপুরে গিয়েছিলেন খ্যাতনামা সংগীত শিল্পী (Famous Singer Died)। স্কুবা ডাইভিং করার ইচ্ছায় জলে নামেন তিনি। সেখানে ঘটে যায় একটি ভয়ঙ্কর দুর্ঘ’টনা! ডাইভিং চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টার পরও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। যে মানুষটিকে ঘিরে সাজানো মঞ্চে সেদিন আনন্দের পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, সেই দিনই তাঁর জীবন থেমে গেল হঠাৎ।
যিনি প্রয়াত হয়েছে, তিনি হলেন অসমীয়া সংগীত জগতের প্রখ্যাত শিল্পী ‘জুবিন গর্গ’ (Zubeen Garg)। তাঁর দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে অগণিত গান উপহার দিয়েছেন তিনি। বলিউডে উল্লেখযোগ্য গান গেয়েও পরিচিতি পেয়েছিলেন। ভাগ্য দোষে, হঠাৎ এমন দুর্ঘ’টনা কেড়ে নিল তাঁর জীবন। তাঁর চলে যাওয়ায় শুধু অসম নয়, গোটা দেশের সংগীতপ্রেমীরা হারালেন এক প্রিয় কণ্ঠশিল্পীকে। প্রসঙ্গত, ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ।
সিঙ্গাপুর পুলিশ তাঁকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা মৃ’ত ঘোষণা করেন। ঠিক সেই দিনই সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর মঞ্চে তাঁর গান গাওয়ার কথা ছিল। ঠিক কী কারণে ঘটেছে এই মর্মা’ন্তিক ঘটনা, তা এখনও জানা যায়নি। যদিও দু’র্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সংগীতমহল থেকে সাধারণ শ্রোতা—সকলেই শোকে কাতর হয়ে পড়েছেন। এমন অপ্রত্যাশিত ঘটনায় তাঁর সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সমাজ মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। ভক্তরাও সামাজিক মাধ্যমে যে যার মতো করে জানিয়েছেন দুঃখের অনুভূতি। অনেকে লিখেছেন, তাঁর মতো শিল্পী আর পাওয়া কঠিন। একটানা সংগীত জগতকে যিনি নতুন মাত্রা দিয়েছেন, তাঁর হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না কেউই।
আরও পড়ুনঃ দীপা থেকে সুদীপা! তিন বছরের অভ্যাস ভাঙতে হয়েছে এক মুহূর্তেই! দর্শক থেকে বাড়ির লোক নতুন চরিত্রে কেউই মেনে নিতে পারছেন না স্বস্তিকাকে! অস্বস্তিতে ‘অনুরাগের ছোঁয়া’-য় ‘সুদীপা’!
উল্লেখ্য, এর আগেও একাধিকবার স্বাস্থ্য সমস্যার জন্য খবরের শিরোনামে এসেছিলেন তিনি। চলতি বছরের মে মাসে জ্বর-সর্দির কারণে তাঁকে হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, তেমন কোনও সমস্যা নেই শরীরে। এছাড়াও ছবির প্রিমিয়ার শোতেও উপস্থিত ছিলেন সেই অসুস্থতা সত্ত্বেও। তাই মাত্র কয়েক মাস পর এমনভাবে চলে যাওয়া ভক্তদের কাছে আরও অবিশ্বাস্য মনে হচ্ছে।