কানাডায় বরফের মাঝে হাত ধরে অরুনিতা এবং পবনদীপ! ভাইরাল ছবি

ইন্ডিয়ান আইডল থেকেই জনপ্রিয় দুই শিল্পীর প্রেম নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিকবার তাদের প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তাদের অনুরাগীরা দুজনকে একসাথে দেখতে বেশ ভালোবাসেন।তাদের একসাথে কোনো ভিডিও মানেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল।

বর্তমানে ইন্ডিয়ান আইডল চারজন জন প্রতিযোগী পবনদীপ, অরুণিতা, সাইলি আর দানিশ কানাডায় আছেন। ইতিমধ্যেই তারা একটা লাইভ কনসার্ট ও করেছেন। তবে কানাডা যাবার আগে পবনদিপের চোখমুখ দেখে বেশ আশঙ্কায় ছিলেন সকলেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া সেই ছবিতে দেখা গিয়েছিল বিমানবন্দরে শুকনো মুখে , মুখে কোনো হাসি নেই।অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন তবে কি এবার বিচ্ছেদ ঘটেছে অরুণিতা এবং পবনদিপের ?

তবে সেই সব জল্পনা দূরে সরিয়ে একেবারে কানাডার রাস্তায় হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন পবনদীপ অরুনিতা। ডিসেম্বর মাস মানেই কানাডায় বেশ ঠাণ্ডা সাথে বরফ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বরফের মাঝেই গান গাইতে দেখা গেল অরুণিতা-পবনদীপকে একসাথে। আর দানিশের ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু বলতে হাত বাড়িয়েছিলেন অরুণিতা। আর পবন হঠাৎ করেই ধরে ফেলেন সেই হাত। আর ধরেই থাকেন… ছাড়েন না!

দুজনেই তাদের সম্পর্ককে বন্ধুত্ব বলতে বেশি ভালোবাসেন।তবে বন্ধুত্বের সম্পর্ক পেরিয়ে তাজে মিষ্টি প্রেমে মজেছে সেকথা বলার অপেক্ষা রাখেনা।

You cannot copy content of this page