আল্লু অর্জুন থেকে পুষ্পা- পুরো দু’ঘণ্টা লাগতো মেকাপে! কী কী করতে হতো সুপারস্টারকে?

বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে পুষ্পা একটি ঐতিহাসিক নাম হয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের সিনেমা হলেও হিন্দি সংস্করণ তৈরি করার ফলে বলিউডে বেশ জায়গা করে নিয়েছে সিনেমাটি। আর সেই সঙ্গে ব্যাপক হিট হয়েছে এর গানগুলি। তবে সম্প্রতি সামনে এসেছে নায়ক আল্লু অর্জুনের একটি বিশেষ ভিডিও যেখানে তিনি নিজের রূপ থেকে পুষপাক চরিত্রে নিজেকে গড়ছেন। মেকাপের এবং তাঁর রূপান্তরের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাস্তব জীবনে একেবারেই অভিনেতা এত রাফ অ্যান্ড টাফ আবার কৌতুকপ্রিয় গোছের মানুষ নন। তাই সম্পূর্ণ কৃতিত্বটাই মেকআপের। প্রথমে এক্কেবারে নিজের আসল চেহারায় আল্লু অর্জুন হাজির হন মেকআপ রুমে। তারপরে টানা ২ ঘন্টা চলে চলে সেই ট্রানসফর্মেশন। শ্যুটিং এর জন্য প্রত্যেকদিন তাঁকে এই দীর্ঘ সময় দিতে হতো নিজেকে পুষ্পা রাজ হিসেবে ফুটিয়ে তোলার জন্য। আর বোঝাই যাচ্ছে যে রোজ টানা ২ ঘন্টা একই মেকআপের জন্য যথেষ্ট ধৈর্যও প্রয়োজন। তবেই নায়ক এতগুলো মানুষের মন জয় করতে পেরেছেন এই বিশেষ চরিত্রের মাধ্যমে। নায়ক যে ঘরে বসে মেকআপ করছেন সেই আয়নার ঠিক উল্টোদিকে প্রতিফলিত হচ্ছে পুষ্পা রাজের এর একটি ছবি যাতে সেই সাজ হুবহু একইরকম হয়।

পুষ্পা সিনেমার হিন্দি সংস্করণ বাহুবলী সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। পুষ্পার হিন্দী সংস্করণও ১০০ কোটি আয় করে ফেলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদেরও এবার জবরদস্ত টক্কর দেবেন আল্লু অর্জুন নিজেই।

You cannot copy content of this page