হাজারো বিতর্ক, হুমকির পরেও শেষমেষ মুক্তি পেল এই সিনেমাটি। ‘দ্য কাশ্মীর ফাইলস’এর মুক্তির পরে তা প্রশংসা কুড়িয়ে নিলো দর্শকদের। মুক্তির ১ দিনের মধ্যেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য এনেছে এই সিনেমাটি।
এতদিন যেখানে বক্স অফিস কাঁপিয়ে রাখছিল গাঙ্গুবাই, সেখানে এবার উঠলো নতুন ঝড়। প্রথম দুদিনেই চমকপ্রদ ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস।
কবে থেকে বড় কথা হল এই উন্মাদনা শুধু ভারতেই সীমাবদ্ধ নেই, বাংলাতেও কাশ্মীর ফাইলসের চাহিদা হয়েছে আকাশছোঁয়া। বেশ কয়েকটি সিনেমা হলে নাকি টিকিট শেষ হয়ে গিয়েছে। হাউজফুল বোর্ড লাগানো হয়েছে হলের বাইরে।
সোশ্যাল মিডিয়া থেকে খবর, শহরের বেশ কয়েকটি নামীদামী মাল্টিপ্লেক্সে অনলাইনেও দ্য কাশ্মীর ফাইলসের টিকিট বুক করা যায়নি। অনেকে আবার শনিবার সন্ধ্যায় শো হাউজফুল দেখে ফিরে এসেছেন। রবিবারেও নাকি অনলাইনে সম্পূর্ণ টিকিট বিক্রি করা হয়ে গিয়েছে।
ছবি মুক্তির আগে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্ক যে দ্য কাশ্মীর ফাইলসের ব্যবসায় এতটুকুও প্রভাব ফেলতে পারেনি তা তো এর থেকে একেবারেই স্পষ্টই।
উপরন্তু শাপে বর হয়েছে। কলকাতার মানুষ ‘গাঙ্গুবাঈ’য়ের উন্মাদনা, প্রভাসের ‘রাধে শ্যাম’, হলিউডের ‘ব্যাটম্যান’ ভুলে মজেছে কাশ্মীর ফাইলসের সত্য কাহিনি দেখতে।