সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান,সলমন খান , ঐশ্বর্য রাই বচ্চন, করিশ্মা কাপুর সহ একাধিক বলিউড স্টারের মত দেখতে ব্যক্তিত্বরা প্রায়ই ভাইরাল হয়ে ওঠেন। তবে মেকআপের মাধ্যমে এহেন ভোল বদল যেন সত্যিই এক ম্যাজিক। ভাইরাল এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মেকআপ এর মাধ্যমে পুরোপুরি নিজের চেহারা বদলে ফেলেছেন এক যুবতী।
তাঁর এই প্রতিভা দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। পেশায় রূপটান শিল্পী দীক্ষিতা ওই যুবতী প্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। মেক আপের দৌলতেই নিজের মুখটাকে বদলে ফেলে কিং খানের মতো করে ফেলেছেন দিল্লির এই বাসিন্দা। তবে শুধু কিং খান নন, নিজের মুখকে মেকআপ এর সাহায্যে বিভিন্ন বলিউড তারকার মুখের আদলে বদলে ফেলতে পারেন তিনি। সম্প্রতি নেট মাধ্যমে তাঁর এই ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে অসংখ্য মানুষের। তাঁর এই প্রতিভা সত্যিই মন জয় করে নিচ্ছে সকলের।
View this post on Instagram
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!