বিমানবন্দরে যদি উরফি জাভেদকে দেখা যায় তাহলেই তাঁকে ঘিরে হইচই পড়ে যায়। প্রশ্ন জাগে, এ বার কোন কায়দার পোশাক পরে দেখা গেলো তাঁকে? কিন্তু এবার একেবারেই অন্য রূপ যা আগে দেখা যায়নি আর তাই তাঁর থেকে সেটা কাঙ্ক্ষিত নয়।
উরফি খোলামেলা থাকতেই পছন্দ করেন। কিন্তু এবার প্রথম বার তাঁকে সম্পূর্ণ শরীর ঢাকা পোশাকে দেখা গেলো। বিষয়টা বেশ অবাক করার মতো। আর তাই সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। পরনে লম্বা ঢিলেঢালা হাতাকাটা পোশাক। তার উপরে আবার একটি ডেনিমের জ্যাকেট। নেই কোনো মেকআপ। চুল বাঁধা অগোছালো করে। সকলেরই প্রশ্ন তাঁর হলো কী?
View this post on Instagram
পাপারাৎজিদের সামনে আসতেই মুখ ঢেকে ফেলেন নিজের। পাপারাৎজিদের সঙ্গে গল্প করতে করতে গেটের দিকে এগিয়ে যেতে থাকেন উরফি। মাথায় তেল মেখে রাস্তায় বেড়িয়েছেন তিনি। তাই নিজেকে ঢেকে রাখার চেষ্টা। কিন্তু কেনো নিজেকে এভাবে বদলে দিলেন? উত্তর মেলেনি কোনো।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!