ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে পাঁচ বছর পার! গৌরবকে নিয়ে বিবাহবার্ষিকী রসিক পোস্টে মাতলেন দেবলীনা

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থামেই না এবং দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়ের বিয়েতে ভাঙন ধরেছে এমন দাবি বহুদিন ধরেই ঘুরছে টলিপাড়ায়। তবে বাস্তবে তাঁদের সম্পর্ক নিয়ে সন্দেহ যতই জন্মাক, দুই তারকাই নির্ভার। নিন্দুকদের কথায় কর্ণপাত না করে তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে নিয়ে ভালোবাসায় ভরা মুহূর্তও ভাগ করে নিচ্ছেন। গুঞ্জনের মাঝেই হঠাৎ করে দেবলীনার এক পোস্ট ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি বিয়ের পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিজের স্বভাবসুলভ রসিকতা নিয়ে একটি পোস্ট করেন দেবলীনা। সেখানে তিনি লেখেন, উপস এক মাস পর বিয়ের সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলে গেছি আর এখন দেখি পাঁচটা বছর কেমন করে উড়ে গেল। শুভ পঞ্চম বর। পোস্টে গৌরবকে ট্যাগ করলে গৌরব লাইক দিয়ে প্রতিক্রিয়া জানান কিন্তু কোনও মন্তব্য করেননি। যদিও নেটিজেনদের কথায় এই নীরবতাই নাকি নতুন প্রশ্ন তৈরি করছে।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা খবর ছড়ায় এবং গৌরবের অন্য একটি সম্পর্ক নিয়েও উঠে আসে নানা দাবি। সে সময় দেবলীনার একাই বিদেশ ভ্রমণ করা নিয়ে রটে আরও নানান আলোচনা। কিন্তু দেবলীনা স্পষ্ট জানিয়ে দেন যে বিচ্ছেদ নিয়ে তাঁরা কেউই কিছু বলেননি এবং মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। গৌরবও জানান যে তাঁদের সংসার একদম ঠিকঠাক চলছে।

গৌরব এবং দেবলীনার প্রেম শুরু হয়েছিল বহু বছর আগে এবং প্রায় তিন বছর প্রেমের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে গৌরবের দিদির বাড়ির লক্ষ্মী পুজোয় প্রথম দেখা থেকেই একে অন্যকে মন দিয়ে ফেলেন তাঁরা। তাঁদের সম্পর্ক কখনো আড়ালে ছিল না বরং খোলাখুলিভাবেই তারা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেন প্রেমের মুহূর্ত।

আরও পড়ুনঃ হঠাৎ শারীরিক অবনতি, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া! কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন তিনি?

পাঁচ বছরের দাম্পত্য আজও রঙিন এবং সমান উজ্জ্বল। গুঞ্জন যাই থাকুক না কেন বাস্তবে তাঁদের রসায়ন এখনও অটুট। তাই ভক্তদের একটাই কামনা যে সামনে আরও অনেক বছর পাশাপাশি থেকে সুখে থাকুন গৌরব এবং দেবলীনা এবং আরও বহু স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিন একে অন্যের সঙ্গে।