টাকার লোভ? বলিউডের মুরোদ নেই বলে পান মশলার বিজ্ঞাপন করছেন এখন! চরম কটাক্ষ মহেশ বাবুকে

ঘোষণা করে দিয়েছিলেন বলিউড নাকি তাঁর খরচ বহন করতে পারবে না। এরপরেই সমালোচনায় উঠে আসেন দক্ষিণ ভারতের অভিনেতা মহেশ বাবু। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিচু করার জন্য তেলুগু সুপারস্টারকে তুলোধোনা করা হয়েছে। কিন্তু এবার তিনি এমন কাজ করলেন যে নিজের জালে নিজেই ফেঁসে গেলেন। কী করলেন তিনি?

পান মশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছে মহেশ বাবুর মুখ। নেট দুনিয়ার প্রশ্ন তিনি বলেছিলেন বলিউড তাঁকে অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু পান মশলার ব্র্যান্ড করতে পারবেন? এত টাকার জন্য লোভী তিনি?

একটি নামী পান মশলার বিজ্ঞাপনে দেখা গিয়েছে এই অভিনেতাকে। সেই ছবি পোস্ট করে চরম কটাক্ষ করা হল নায়ককে। তিনি নিজেই বলেছিলেন হিন্দি ছবিতে কাজ করার জন্য প্রচুর অফার পান কিন্তু বলিউডে পারিশ্রমিক সঠিক পাবেন না তিনি।

Mahesh Babu
তাই সময় নষ্ট করতে চান না। কিন্তু যেই পানমশলার বিজ্ঞাপন করলেন তাতে কটাক্ষ শুরু। বলিউডের তিন খান সুপারস্টারকে একটি বিজ্ঞাপনে নিয়ে নেওয়া হয়। কিন্তু তিনিই একা যিনি একা একটি বিজ্ঞাপন করেন। এর থেকে বোঝা যায় তিনি বেশি দামি।

You cannot copy content of this page