জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু’র ( Neem Phooler Madhu ) খলনায়িকা মানসী সেনগুপ্ত বর্তমানে হাসপাতালে ভর্তি। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি, তবে তাঁর গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ। মাসখানেক আগে নিজের দ্বিতীয় মাতৃত্বের সুখবর শেয়ার করেছিলেন মানসী। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে শ্যুটিং ফ্লোর থেকে সোজা যেতে হয়েছে হাসপাতালে। ফেসবুকে লাইভে এসে মানসী নিজেই জানালেন, এই অসুস্থতা তাঁর গর্ভাবস্থারই অংশ। তবে টেনশনে থাকলেও ইতিবাচক থাকতে চাইছেন তিনি।
একসঙ্গে দুটি মেগা ধারাবাহিকের কাজ সামলাচ্ছিলেন মানসী। নিম ফুলের মধু-তে অহনার চরিত্রে এবং কোন গোপনে মন ভেসেছে-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায়ে এসে এমন চাপ নেওয়ার কারণেই কি সমস্যা বেড়েছে, তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। ফেসবুক ভিডিয়োয় মানসী বলেন, “হাসপাতালে থাকতে হচ্ছে, টেনশন আছে, কিন্তু আরও টেনশন করলে প্যালপিটেশন হচ্ছে। তাই নিজেকে বোঝাচ্ছি, অল ইজ ওয়েল।”
হাসপাতালের বিছানায় বসেও মানসী স্বাভাবিক থাকতে চেষ্টা করছেন। তবে তিনি জানান, রাত ১০.৩০টার আগে ঘুমোতে অভ্যস্ত নন, তাই ঘুম আসছে না। নেটফ্লিক্সে কী দেখবেন, সেই নিয়েই এখন তাঁর চিন্তা। এরই মধ্যে মানসীর পুরনো একটি কথোপকথন ভক্তদের মনে পড়ছে। দিদি নম্বর ১-এর মঞ্চে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম সন্তান প্রিম্যাচিওর হয়েছিল। দ্বিতীয় গর্ভাবস্থার শুরু থেকেই তাঁকে সাবধানে থাকতে বলা হয়েছিল।
মানসীর এক কন্যাসন্তান ইতিমধ্যেই রয়েছে। তিনি নিজেই জানিয়েছেন, তাঁর প্রেগন্যান্সি হাই-রিস্ক। তাই বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হলেও কাজ না করে থাকতে পারেন না তিনি। তবে এবার তাঁকে আরও সতর্ক হতে হবে। ফেসবুক ভিডিয়োতে নিজের অসুস্থতার কারণ স্পষ্ট না করলেও তিনি জানালেন, “টেনশন নিয়ে টেনশন করছি না, কারণ এতে আরও সমস্যা বাড়ছে। আমি ইতিবাচক থাকতে চাই।”
ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়ে স্বামী অভিজিৎ সেনগুপ্তের সঙ্গে মানসী এখন সুখী দাম্পত্য কাটাচ্ছেন। দুই থেকে তিন হয়ে এবার চারজনের পরিবার হওয়ার প্রস্তুতিতে রয়েছেন তিনি। মানসীর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ থাকলেও, অভিনেত্রীর আত্মবিশ্বাস ভক্তদের আশ্বস্ত করেছে।