যেন সিনেমার মতো! মোহর বিয়ে করেছিলেন মীনাক্ষীর স্বামীকে, এবার মোহরের প্রাক্তনকে বিয়ে করলেন মীনাক্ষী!

দীর্ঘদিন আলোচনার বাইরে থাকা মীনাক্ষীকে অনেকেই হয়ত সঙ্গে সঙ্গে মনে করতে পারবেন না, কিন্তু তাঁর ব্যক্তিগত জীবনের অধ্যায় একসময় বেশ ঝড় তুলেছিল। গায়ক দুর্নিবার সাহার সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদের সময় তাঁকে ঘিরে তৈরি হয়েছিল প্রবল চর্চা। দুর্নিবারের গান শুনে প্রথম পছন্দ তারপর আলাপ তারপর প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ে। কিন্তু বছর ঘুরতেই সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুজনই নিজেদের জীবনে এগিয়ে যান সম্পূর্ণ দূরত্ব বজায় রেখে। সেই টানাপোড়েনের পর বহুদিন ধরেই আড়ালে থাকতেই পছন্দ করছিলেন মীনাক্ষী।

এবার সেই নীরবতার মাঝেই শুরু হলো তাঁর জীবনের নতুন অধ্যায়। সঙ্গী হিসেবে পাশে দাঁড়িয়েছেন হৃতজিৎ যিনি কলকাতার এক খ্যাতনামা প্রযোজনা সংস্থায় কাজ করেন এবং মূলত ছবির কালার কারেকশন সামলান। কয়েক বছর আগেই তাঁর ব্যক্তিগত জীবনও ছিল আলোচনায় কারণ তিনি ছিলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহরের প্রাক্তন প্রেমিক। একসময় তাঁদের প্রেম ভেঙে গেলেও এখন সেই স্মৃতিকে ছাপিয়ে তারা দুজন একসঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তনের প্রাক্তনের সঙ্গে জীবনের নতুন পথচলা যেন বাস্তবের মধ্যেই খুঁজে পেল সিনেমার গল্পের স্বাদ।

সূত্র বলছে কিছুদিন আগেই নাকি মীনাক্ষী এবং হৃতজিৎ পর্দার আড়ালে বিয়ে সেরে ফেলেছেন। বৃহস্পতিবার তাঁরা আয়োজন করেছেন এক ঘরোয়া রিসেপশন যেখানে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের নিয়েই হবে আনন্দের আসর। নতুন জীবনের প্রস্তুতিতে ব্যস্ত মীনাক্ষী এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। তিনি শুধু জানিয়েছেন যে পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাঁটছেন এবং এই মুহূর্তে সমস্ত মনোযোগ দিয়েছেন প্রস্তুতিকে।

দুর্নিবারের সঙ্গে সম্পর্কের সময় যেমন কিছুই লুকোননি এবার যেন সম্পূর্ণ বিপরীত পথে হাঁটছেন মীনাক্ষী। সোশ্যাল মিডিয়ায় নেই একটিও প্রেমের ইঙ্গিত নেই কোনো রোম্যান্টিক পোস্ট বা প্রকাশ্য বার্তা। শুধুই একে অন্যকে ফলো করা আর ব্যক্তিগত সম্পর্ককে নিভৃতে রক্ষা করার চেষ্টা। আলোচনার বাইরে থাকতে চান দুজনেই যাতে এই নতুন সম্পর্ক ধীরে ধীরে নিজস্ব গতিতে বেড়ে উঠতে পারে।

আরও পড়ুনঃ বাংলাই দিয়েছে সাফল্য! আর সেই বাঙালি দর্শকদের‌ই নাকি ভুলেছেন বাঙালি অভিনেত্রীরা? ‘স্টারডমের খোঁজে বাংলা ছেড়ে হিন্দিতে লাগাতার ব্যর্থতা সত্ত্বেও বাংলায় ফিরছেন না দেবচন্দ্রিমা-অদ্রিজারা! ক্ষোভ দর্শকদের

সমস্ত অতীত ভুলে নতুনভাবে শুরু করেছেন মীনাক্ষী এবং হৃতজিৎ। প্রাক্তনের প্রাক্তনের প্রতি আকর্ষণ থেকে জন্ম নেওয়া এই সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিবাহে। জীবনের চমকপ্রদ মোড় তাঁদের গল্পকে করেছে আরও রঙিন আর বহুটা সিনেমার দৃশ্যের মতো। এখন দেখার বিষয় নতুন দম্পতির এই পথচলা ভবিষ্যতে কোন সুন্দর জায়গায় পৌঁছয়।