গত ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বহু দর্শক টিকিট কেটেও প্রিয় তারকার দেখা না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই ঘটনার জেরে জনরোষের মুখে পড়েন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্ত শুরু হতেই তিনি নিজেই নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগের আবেদন জানান। ১৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন গ্রহণ করেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় আলোচনা।
এই প্রসঙ্গে অভিনেত্রী ও তৃণমূল সমর্থক রূপাঞ্জনা মিত্র ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, তদন্ত সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য এই ইস্তফা বড় মনের পরিচয়। তিনি বলেন, এমন বড় মাপের আন্তর্জাতিক তারকাকে নিয়ে অনুষ্ঠানে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও কঠোরতা থাকা জরুরি ছিল।
রূপাঞ্জনার বক্তব্য, সেদিন যে ধাক্কাধাক্কি ও ভাঙচুর হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। মেসির মতো তারকা আহত হতে পারতেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। স্টেডিয়ামে নিষিদ্ধ জিনিস ঢোকা এবং তৃতীয় পক্ষের ব্যবসা স্পষ্টতই ব্যবস্থাপনার ব্যর্থতা তুলে ধরছে বলে মত তাঁর।
আরও পড়ুনঃ ‘নবান্ন হোক বা অরূপ দার অফিস, সর্বত্রই পাশে থাকার অনুভূতি পেয়েছি, যে কোনও পরিস্থিতিতে পাশে থেকেছেন!’ অরূপ বিশ্বাসের মন্ত্রীত্ব ছাড়ায় দুঃখিত দিব্যজ্যোতি দত্ত
সবশেষে রূপাঞ্জনা জোর দিয়ে বলেন, প্রকৃত দোষীরা যেন তদন্তে চিহ্নিত হন। যাঁদের গাফিলতিতে দর্শকদের সঙ্গে প্রতারণা হয়েছে তাদের দায় নিতেই হবে। তাঁর মতে, এই ঘটনা ভবিষ্যতে বড় ইভেন্ট পরিচালনার ক্ষেত্রে শিক্ষা হয়ে থাকুক। অরূপ বিশ্বাসের সিদ্ধান্ত তাই সময়োপযোগী ও সঠিক।






