লিওনেল মেসির সাম্প্রতিক সফর কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের হলেও, সেই মুহূর্ত ঘিরেই তৈরি হয় বিতর্কের মেঘ। মেসি, সুয়ারেজ ও ডি’পলের সঙ্গে ছবি তোলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবি সামনে আসতেই সমাজমাধ্যমে শুরু হয় কটাক্ষ আর কুৎসিত মন্তব্যের বন্যা। আনন্দের স্মৃতি দ্রুত বদলে যায় মানসিক অস্বস্তির ঘটনায়।
শুভশ্রীকে ঘিরে চলা এই কুরুচিকর মন্তব্যে ক্ষুব্ধ হন তাঁর স্বামী ও বিধায়ক রাজ চক্রবর্তী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই তিনি টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্পষ্টভাবে বলা হয়, অভিনেত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ও নারীবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশি তদন্তে জানা যায়, মূল অভিযুক্ত বিট্টু শ্রীবাস্তব। তিনি টিটাগড় এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বিহারে থাকছিলেন। অভিযোগ দায়েরের পনেরো দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ট্রানজিট রিমান্ডে সোমবার অভিযুক্তকে টিটাগড়ে আনা হয় এবং ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পেছনে আর কেউ যুক্ত ছিল কি না। কোনও সংগঠিত পরিকল্পনা বা বাইরের প্ররোচনা ছিল কি না, সেটিও তদন্তের আওতায়। সমাজমাধ্যমে ছড়ানো পোস্টগুলির উৎস ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুনঃ “নিশা চরিত্রের বাইরে, মানুষ শ্রুতিকে ভালোবাসুন!” ‘জোয়ার ভাঁটা’য় বুড়ি ছদ্মবেশে দৌড়ানো দৃশ্যে বিদ্রুপ, শারীরিক সীমাবদ্ধতার কথা সামনে এনে ট্রোলের জবাব শ্রুতি দাসের! জানালেন, ২০১৮ সালের দুর্ঘ’টনার প্রভাব এখনও রয়ে গেছে শরীরে!
এর আগেও শুভশ্রীর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তা দিয়েছিলেন রাজ চক্রবর্তী। তবু কুৎসা থামেনি বলেই আইনি পথে হাঁটেন তিনি। মহিলাদের প্রতি অনলাইন হেনস্থার বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে রাজ বলেন, যে কোনও জায়গায় মহিলাদের অপমানের প্রতিবাদে তিনি সবসময় রাস্তায় নামতে প্রস্তুত। এই ঘটনায় সেই বার্তারই বাস্তব প্রয়োগ দেখা গেল।






“ওই তো গাড়ি, ভাব এমন যেন রোলস রয়েস কিনেছিস!” “গাড়ি-বাড়ি নয়, মানুষ হওয়াটাই সবচেয়ে কঠিন” নতুন গাড়ি নিয়ে মন্তব্যকারীর কটাক্ষে পাল্টা সরব রাজা! সমাজ মাধ্যমে অপমানজনক ভাষার বিরুদ্ধে, মানবিক জবাব অভিনেতার!