‘ময়দানে আমরা ভেজ-ননভেজ ভেবে প্যাটিস খাই না, বাঙালিরা মাংশাসী জাত!’ ‘ধর্মের নামে স্বৈরাচারিতা মানবিকতার পরিপন্থী!’ গীতাপাঠের অনুষ্ঠানে দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে হেন’স্থার ঘটনায় প্রতিবাদে সরব অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়!

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গত রবিবার আয়োজিত বিশাল গীতাপাঠ অনুষ্ঠান (Kolkata Geeta Chanting Event) ঘিরে যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, তা সাধারণ মানুষের পাশাপাশি শিল্পী মহলেও ক্ষোভ ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে অপমান করা হচ্ছে। তাঁদের পণ্য মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, এমনকি শারীরিক অত্যাচারের অভিযোগও উঠেছে! রিয়াজুল নামে এক বিক্রেতার দাবি, কয়েকজন যুবক তাঁকে কান ধরে ওঠবোস করায়।

তাছাড়াও প্রায় তিন হাজার টাকার খাবার নষ্ট করে দেয়। অপর একজন, ষাট বছরের সালাউদ্দিনও নাকি হেনস্তার শিকার হন। ভিডিও প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। বহু মানুষ প্রশ্ন তুলছেন, ধর্মীয় অনুষ্ঠান মানেই কি অন্য ধর্মের মানুষের প্রতি অবমাননা? বিষয়টি সামনে আসতেই অনেক অভিনেতার মতো, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) খোলাখুলি নিজের মত প্রকাশ করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দিনশেষে একজন মানুষের পেশা বা খাবার বিক্রি করা অপরাধ নয়।

কোনওভাবেই সেই অজুহাতে হেনস্তা সমর্থনযোগ্য নয়! তিনি বলেন, বাঙালির খাবারের সংস্কৃতি বহু বৈচিত্র্যময় আর সাধারণত বাঙালি মাংসাশী। ময়দানের মতো জায়গায় মানুষ সাধারণত প্যাটিস কিনতে গিয়ে ‘ভেজ না ননভেজ’ ভেবে খান না। পরমব্রত আরও বলেন, ঘটনাস্থলে উপস্থিত বিক্রেতারা হয়তো বুঝতেই পারেননি যে ধর্মীয় আবহের কারণে সেখানে আমিষ বিক্রি করলে কারও আপত্তি হতে পারে। কিন্তু সেই ভুল বোঝাবুঝির সুযোগে তাঁদের অপমান বা আক্রমণ করা একেবারেই ঠিক নয়। তিনি স্পষ্ট বলেন যে গীতাপাঠ নিঃসন্দেহে একটি পবিত্র আয়োজন।

কিন্তু পবিত্রতার নামে কাউকে মারধর বা অপমান করা নিজের ধর্মের প্রতি অপমান। তাঁর মতে, জীবিকা নির্বাহ করতে আসা মানুষদের প্রতি এই আচরণ মানবিকতারও পরিপন্থী। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজ্যের শাসক দল প্রকাশ্যে কেন্দ্রীয় দলের ঘনিষ্ঠ সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাঁদের অভিযোগ, যে অনুষ্ঠানে আধ্যাত্মিকতা বা শুদ্ধতার কথা বলা হয়, সেখানে যদি এমন ঘটনা ঘটে তবে তা সমাজে বিভেদের বার্তা ছড়ায়। অন্যদিকে, নির্যাতিতরা ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ কোলেই শে’ষ নিঃশ্বাস ত্যা’গ করে মেয়ে, সন্তান হারানোর ব্য’থার কথা জানালেন গোবিন্দর স্ত্রী সুনীতা

অভিযোগের ভিত্তিতে তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছেন। তবে ঘটনাটি নিয়ে অভিনেতা পরমব্রতের মন্তব্য আরও গুরুত্ব পাচ্ছে, কারণ ‘মানুষ ভুল করতেই পারে, না জেনে করা ভুলের শাস্তি এমন কখনোই হয় না!’ তাঁর এই সরাসরি অবস্থান অনেকের কাছেই আশ্বাসের মতো মনে হয়েছে। অনেকেই তাঁকে সমর্থন করে বলেছেন, ‘তিনি বিষয়টিকে ধর্মের দৃষ্টিকোণ থেকে নয়, মানবিকতার জায়গা থেকে বিচার করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, কলকাতার বহুত্ববাদী চরিত্র রক্ষা করা সবার দায়িত্ব এবং এমন ঘটনাই সেই পরিচয়কে সবচেয়ে বেশি আঘাত করে।’