কোলেই শে’ষ নিঃশ্বাস ত্যা’গ করে মেয়ে, সন্তান হারানোর ব্য’থার কথা জানালেন গোবিন্দর স্ত্রী সুনীতা

গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে আলোচনা বরাবরই তুঙ্গে থাকে। দাম্পত্য থেকে ব্যক্তিগত মতামত সবেতেই স্পষ্টবাদী সুনীতা সবসময় খোলা মনেই কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শেয়ার করলেন এমন এক অধ্যায় যা আজও তাঁর জীবনে গভীর দাগ হয়ে রয়েছে। বহু বছর আগের সেই মুহূর্ত আজও ভুলতে পারেন না তিনি।

প্রথম সন্তান টিনার জন্মের পরে আবার মা হয়েছিলেন সুনীতা। দ্বিতীয়বারও তাঁদের কোল আলো করে এসেছিল এক কন্যাসন্তান। কিন্তু জন্ম হয়েছিল সময়ের আগে। মাত্র আট মাসেই জন্মানো সেই শিশুর ফুসফুস পুরো তৈরি হয়নি। জন্মের পর থেকেই শ্বাস নেওয়ায় সমস্যা দেখা দেয়। অসহায় মা সুনীতার কোলেই শেষ নিঃশ্বাস নেয় তাঁদের ছোট্ট মেয়ে। এই স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।

সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে সুনীতা জানান, দ্বিতীয়বার গর্ভাবস্থায় তিনি প্রায়ই গোবিন্দের সঙ্গে বাইরে যেতেন। এত যাতায়াত এবং চাপ যে গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে, তা তারা বুঝতে পারেননি। প্রথম সন্তান সহজে হওয়ায় তিনি ধরেই নিয়েছিলেন সব ঠিক থাকবে। কিন্তু অভিজ্ঞতার অভাব এবং অজান্তেই করা ভুল তাঁদের জীবনে নিয়ে আসে অপূরণীয় ক্ষতি।

আজ সেই দিনের কথা মনে পড়লে সুনীতার গলায় এখনও কষ্টের সুর। তিনি বলেন, তখন ভারী জিনিস তোলা বা অতিরিক্ত চলাফেরা করা উচিত হয়নি। যদি বুঝতে পারতেন, হয়তো আজ তিন সন্তানের মা হয়ে থাকতে পারতেন। নিজের মেয়েকে বাঁচাতে না পারার আক্ষেপ তাঁকে এখনও ব্যথিত করে।

আরও পড়ুনঃ যেন সিনেমার মতো! মোহর বিয়ে করেছিলেন মীনাক্ষীর স্বামীকে, এবার মোহরের প্রাক্তনকে বিয়ে করলেন মীনাক্ষী!

বর্তমানে গোবিন্দ এবং সুনীতার দুই সন্তান টিনা এবং যশবর্ধন। তাঁদের নিয়ে সুখী পরিবার হলেও হারিয়ে যাওয়া সেই কন্যাসন্তানের স্মৃতি কখনও তাঁদের মন থেকে মুছে যায় না। সেই বেদনাবিদ্ধ স্মৃতিই আজও মাতৃত্বের গভীর এক অধ্যায় হয়ে রয়েছে সুনীতার হৃদয়ে।