“ওই তো গাড়ি, ভাব এমন যেন রোলস রয়েস কিনেছিস!” “গাড়ি-বাড়ি নয়, মানুষ হওয়াটাই সবচেয়ে কঠিন” নতুন গাড়ি নিয়ে মন্তব্যকারীর কটাক্ষে পাল্টা সরব রাজা! সমাজ মাধ্যমে অপমানজনক ভাষার বিরুদ্ধে, মানবিক জবাব অভিনেতার!

দিন কয়েক আগেই তাঁরা জানিয়েছিল যে সুখবর আসতে চলেছে। অনেকেই তখন ভেবেছিলেন, দম্পতির ঘরে সন্তান আসছে। কিন্তু না, নববর্ষের প্রাক্কালেই রাজা গোস্বামী (Raja Goswami) এবং মধুবনী (Madhubani Goswami) তাঁদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানালেন। সেই আনন্দের মুহূর্তের একটি ভিডিয়ো, তারকা দম্পতি সমাজ মাধ্যমে ভাগ করতেই অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। এত শুভেচ্ছা, ভালোবাসা আর আশীর্বাদের ভিড়ে তাঁরা নিজেদের মতো করে সেই আনন্দ উদযাপন করছিলেন। কিন্তু সেই খুশির মাঝেই কিছু নেতিবাচক মন্তব্য চোখে পড়তেই পাল্টে যায় সবকিছু!

গাড়ির সেই ভিডিয়োটিতে কেউ কেউ এমন কড়া মন্তব্য করেছেন, যা স্বাভাবিকভাবেই দম্পতির নজর কেড়েছে। বিশেষ করে এক ব্যক্তির কথা রাজা ক্ষুব্ধ হয়েছেন খুব! তিনি এমনভাবে কথা বলেছেন, তা যেন ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখেছেন অভিনেতা। এক কথায়, গাড়ি কেনা নিয়ে ঠাট্টা আর কটাক্ষ যেন অভ্যাসে পরিণত হয়েছে সমাজ মাধ্যমের একাংশের কাছে। রাজা সেই কমেন্ট স্ক্রিনশট প্রকাশ্যে এনে লিখলেন, “টাকা-পয়সা, গাড়ি-বাড়ি না। সবথেকে কঠিন একজন মানুষ হওয়া! কেন বললাম, সেটা এই পোস্টটা দেখলেই বুঝতে পারবে।”

তাঁর পোস্টে দেখা যায়, এক ব্যক্তি লিখেছেন, “গাড়ি কিনেছিস ভালো কথা, এত দেখনদারির কি আছে? ভাব এমন যেন রোলস রয়েস কিনেছিস!” এরপর রাজার প্রতিক্রিয়াও দেখা যায় সেখানে। তিনি বুঝিয়ে দেন, কটাক্ষে নয় বরং ভদ্রতাতেই মানুষের পরিচয় প্রকাশ পায়। মন্তব্যটি শুধু সমালোচনা নয়, অসম্মানজনক সম্বোধনে ভরা ছিল, তাই স্পষ্ট ভাষায় রাজা প্রশ্ন করেন যে “আপনি হঠাৎ তুইতকারি করে কথা বলেছেন কেন? আমি কি গাড়ি কিনব সেটা আপনি ঠিক করে দেবেন না।” এখানেই থামেননি তিনি।

রাজা আরও লিখেছেন, “দেখলাম আপনি আরজি কর মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান। আপনি মারুতি কিনুন বা বেঞ্জ আমি তাতে খুশি হব। সমাজ মাধ্যমে এত জঘন্য কমেন্ট করবেন না।” রাজার বক্তব্যে পরিষ্কার বার্তা ছিল, সমাজ মাধ্যমে স্বাধীনতা মানে অসভ্যতা নয়। “আপনার কাজ মানুষকে সুস্থ হতে সাহায্য করা। দয়া করে এমন কিছু বলবেন না যাতে ঘৃণা ছড়ায়।” মন্তব্যকারীকে লেখা এই শব্দের মধ্যে লুকিয়ে ছিল ব্যথা, কিন্তু তার চেয়েও বেশি ছিল মর্যাদা বজায় রাখার চেষ্টা।

আরও পড়ুনঃ মেসি সফর ঘিরে ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীকে কুরু’চিকর মন্তব্য! থানায় অভিযোগ করেছিলেন বর রাজ চক্রবর্তী! অবশেষে গ্রেফ’তার শুভশ্রীকে ট্রোলিংয়ে মূল অভি’যুক্ত

আর সেই কারণেই তিনি শেষ লাইনে লিখেছেন, “ভালো থাকবেন। পাবলিক বাসে একটা কথা লেখা থাকে আপনার ব্যবহারই আপনার পরিচয়।” তবে, এই ঘটনাটি যেন আবারও মনে করিয়ে দিল যে পর্দার মানুষের সুখ-দুঃখ বাস্তব জীবনের মতোই। সমালোচনা হতেই পারে, কিন্তু অপমান নয়। রাজা-মধুবনীর এই অভিজ্ঞতা অনেকের কাছেই হয়তো নতুন করে ভাবার মতো। ভুলে গেলে চলবে না, সমাজ মাধ্যমের ওপারে একজন মানুষই থাকে!

You cannot copy content of this page