মেদিনীপুরে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার অভিযোগ উঠল সারেগামাপা-খ্যাত গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিকের বিরুদ্ধে হওয়া অনৈতিক আচরণ নিয়ে। গান গাইতে গাইতেই তিনি মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। সেই সময় আচমকাই একজন তাঁকে ধাক্কা দিয়ে মঞ্চে ফিরে যেতে বলেন বলে অভিযোগ। এই ঘটনার একাধিক ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা যায়, ঘটনার পর মেজাজ হারান স্নিগ্ধজিৎ। মঞ্চে উঠে তিনি প্রকাশ্যে এই আচরণের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, শালীনভাবে কথাটা বললেও পারতেন, কারণ তিনি বয়সে ও অভিজ্ঞতায় জুনিয়র। শিল্পীর সঙ্গে এমন ব্যবহার মোটেই গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত ওই মেলাতেই বুধবার রাতে গান গাইতে গিয়েছিলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা ডা শঙ্কর গুচ্ছইত বলেন, রাজ্যে শিল্পীরা আদৌ নিরাপদ কি না তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা বুদ্ধ মণ্ডল জানান, বিষয়টি নিরাপত্তাজনিত কারণেও হতে পারে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা দরকার।
আরও পড়ুনঃ ‘পরশুরামে’র দাপটে ফের টিআরপির শীর্ষে স্টার জলসা! ‘তারে ধরি ধরি’র দুরন্ত উত্থান, ‘পরিণীতা’র হাত ধরে লড়াইয়ে ফিরছে জি বাংলা? বাকিরা কে কোথায়?
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক মাসগুলিতে একাধিক শিল্পী হেনস্থার শিকার হয়েছেন। লগ্নজিতা চক্রবর্তী ও মধুমন্তীর সঙ্গে হওয়া ঘটনার স্মৃতি এখনও টাটকা। একের পর এক ঘটনায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারি অনুষ্ঠানে শিল্পীদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে মত অনেকের।
View this post on Instagram






