প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা প্রকাশ মানেই বাংলা টেলিভিশনের অন্দরে নতুন উত্তেজনা। কোন ধারাবাহিক দর্শকের মন জয় করল আর কে পিছিয়ে পড়ল, সেই সমীকরণই সামনে আসে এই সংখ্যার খেলায়। জানুয়ারির চতুর্থ সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হতেই বৃহস্পতিবার, ২২ জানুয়ারি স্পষ্ট হয়ে গেল বড় পরিবর্তনের ইঙ্গিত। গত কয়েক সপ্তাহে যেখানে স্টার জলসার একচেটিয়া আধিপত্য চোখে পড়েছিল, সেখানে এবার ধীরে ধীরে আবার লড়াইয়ে ফিরছে জি বাংলা (Zee Bangla)। তালিকার শীর্ষ পাঁচেই তার প্রতিফলন মিলেছে।
এই সপ্তাহে টিআরপির শীর্ষে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ৭.৩ নম্বর নিয়ে এক নম্বরে থেকে আবারও প্রমাণ করল যে বাস্তবমুখী গল্প আর ন্যায়ের পথে মানুষের লড়াই দর্শকদের সবচেয়ে বেশি টানে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর সমাজের পরিচিত বাস্তবতা এই ধারাবাহিককে বারবার দর্শক পছন্দের শীর্ষে নিয়ে যাচ্ছে। পরশুরামের এই সাফল্য স্টার জলসার শক্ত অবস্থান আরও মজবুত করেছে।
এবার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)। ৭.১ নম্বর পেয়ে খুব অল্পের জন্য শীর্ষস্থান হাতছাড়া হয়েছে। রহস্য, আবেগ আর শক্তিশালী নারী চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্প অল্প সময়েই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। ধারাবাহিকটির ক্রমাগত উত্থান প্রমাণ করছে, নতুন গল্প হলেও দর্শক গ্রহণ করতে প্রস্তুত যদি উপস্থাপন ঠিক থাকে।
এবার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৬.৯ নম্বর নিয়ে। দীর্ঘদিন ধরে কিছুটা কোণঠাসা হয়ে থাকা জি বাংলার জন্য এটি বড় স্বস্তির খবর। আবেগঘন পারিবারিক গল্প এবং পারুল চরিত্রের সফর আবারও দর্শকের মন ছুঁয়েছে। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.৬ নম্বর নিয়ে। সাহসী নারী চরিত্র আর সম্পর্কের টানাপোড়েনের মেলবন্ধন এই ধারাবাহিককে নিয়মিত টিআরপি তালিকায় টিকিয়ে রেখেছে।
পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) এবং স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Dordiya) দুটিই পেয়েছে ৬.৫ নম্বর। এই জায়গাতেও জি বাংলার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ধীরে হলেও চ্যানেলটি আবার দর্শক মন জয়ের পথে ফিরছে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhata Pithepuli Utsob), বিশেষ উৎসব পর্বে ৫.৩ নম্বর পেয়ে।
আরও পড়ুনঃ “নতুন স্ত্রী ঋতিকা ফোন করে আ’ত্মহ*ত্যার হুমকি দিয়েছে!” থানায় অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা!
সব মিলিয়ে জানুয়ারির চতুর্থ সপ্তাহের টিআরপি তালিকা বলছে যে স্টার জলসার আধিপত্য থাকলেও, জি বাংলা আবার লড়াইয়ে ফিরছে ধাপে ধাপে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 4th Week of Jan | 22nd Jan | Thursday
BT •• পরশুরাম 7.3
2nd •• বিদ্যা ব্যানার্জি 7.1
3rd •• পরিণীতা 6.9 (জি বাংলা)
4th •• রাঙামতি 6.6
5th •• তারে ধরি ধরি মনে করি (জি বাংলা), ও মোর দরদিয়া 6.5
Trending ••
জোয়ার ভাঁটা (পিঠেপুলি উৎসব) (জি বাংলা) 5.3




