জেভের সঙ্গে ডিভোর্স হতেই ডেটিং অ্যাপে মনের মানুষ খোঁজার কথা জানালেন শ্রীনন্দা শঙ্কর! চাইলেন অনুরাগীদের সাহায্য

১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টানার ঘোষণা করেই ফের আলোচনার কেন্দ্রে শ্রীনন্দা শঙ্কর। রবিবার সমাজমাধ্যমে নিজেই বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তনুশ্রী শঙ্করের কন্যা। তার পরদিনই লন্ডনে উড়ে যান শীতের ছুটি কাটাতে। সেখান থেকেই একটি ভিডিও বার্তায় শ্রীনন্দা জানালেন, তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত এবং সেই পথেই ডেটিং অ্যাপ ব্যবহার করে মনের মানুষের খোঁজ করতে চান। তাঁর এই স্বীকারোক্তি অনেক অনুরাগীকেই চমকে দিয়েছে, আবার অনেকে সাহসী সিদ্ধান্তের জন্য প্রশংসাও করেছেন।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নানা রকম প্রতিক্রিয়া পেয়েছেন শ্রীনন্দা। কেউ কঠিন সময় পেরিয়ে যাওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার কটাক্ষ করেছেন পারিবারিক প্রসঙ্গ টেনে। এই সবের মাঝেই লন্ডনে বন্ধুর বাড়ি থেকে ভিডিও পোস্ট করে শ্রীনন্দা স্পষ্ট করে দেন, এই বিচ্ছেদ তাঁর কাছে নতুন কিছু নয়। তিনি বলেন, এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল, শুধু আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে সম্প্রতি। তিনি ভাল আছেন, খুশিতেই আছেন এবং নিজের ভাল থাকার দিকটাই বেছে নিয়েছেন।

ভিডিওতে শ্রীনন্দা আরও বলেন, অনেক সময় মহিলারা ভয় বা সামাজিক চাপের কারণে নিজের ভাল থাকা বেছে নিতে পারেন না। কিন্তু কোনও কিছু যদি আপনাকে শান্তি দেয়, আনন্দ দেয়, তাহলে সেটাই বেছে নেওয়া উচিত। তিনি অতীতের দিকে ফিরে তাকাতে চান না বলেই জানান। প্রতিটি সম্পর্কেরই দুটো দিক থাকে, সব কিছু প্রকাশ্যে বলা যায় না। এই আত্মবিশ্বাসী কথার মাঝেই হাসতে হাসতে তিনি জানিয়ে দেন, এবার ডেটিং অ্যাপ ট্রাই করতে চান তিনি।

শ্রীনন্দা খোলাখুলি স্বীকার করেন, তিনি আদৌ জানেন না টিন্ডার বা বাম্বলের মতো অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয়। তাই নতুন প্রজন্মের অনুরাগীদের কাছেই সাহায্য চেয়েছেন। তিনি প্রশ্ন করেন, এগুলো নিরাপদ কি না, কীভাবে শুরু করতে হয় এবং কীভাবে এমন মানুষের সঙ্গে আলাপ হবে যারা তাঁকে সত্যিই ডিজার্ভ করে। তাঁর মতে, নতুন কিছু চেষ্টা করতে দোষের কিছু নেই, মন্তব্য আসবে জানেন তবু তিনি সেসব পাত্তা দিতে চান না।

আরও পড়ুনঃ লগ্নজিতার পর এবার পল্লব! ‘শাসকের প্রবল চাপে শো বাতিল,’ অভিযোগ শিল্পীর! গানের স্বাধীনতা নিয়ে বি’স্ফোরক পল্লব

এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে সমাজমাধ্যম। কেউ জানান, ডেটিং অ্যাপ থেকেই জীবনের সঙ্গী পেয়েছেন, কেউ আবার নতুন শুরু করার জন্য শ্রীনন্দাকে সাহস জোগান। উল্লেখ্য, শ্রীনন্দা শঙ্কর ও গেভ সাতারাওয়ালা ২০০৯ সালে বিয়ে করেছিলেন এবং বাঙালি ও পার্সি দুই রীতিতেই তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছিল। বিচ্ছেদের কারণ প্রকাশ না করলেও শ্রীনন্দা জানিয়েছেন, অনলাইনের ঝলমলে ছবিতে কখনও একটি বৈবাহিক সম্পর্কের পুরো বাস্তব ধরা পড়ে না।

You cannot copy content of this page