বাবা-মায়ের মতোই সাফল্যমন্ডিত ইউভানের যাত্রা! ছেলের তিনটি মেডেল জয়েই গর্বিত মা শুভশ্রী! চোখের সামনে সন্তানের জীবনে প্রথম হওয়ার আনন্দ, ক্যামেরাবন্দি করে সকলের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করলেন তিনি!

এই মুহূর্তে টলিউডের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের নাম তুললে লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) প্রসঙ্গ প্রায়ই প্রথমেই আসে। বড় পর্দার অভিনয় থেকে ওয়েবে কাজ, তার সঙ্গে নানা রিয়েলিটি শো মিলিয়ে প্রতিদিনের সূচি তার ভরাটই বলা চলে। এত কাজের মাঝে দুই সন্তানের দায়িত্ব কিভাবে নিখুঁতভাবে সামলে নেন, তা বহু অনুরাগী অবাক হয়ে লক্ষ্য করেন। বয়স এখনও পঁয়ত্রিশ, কিন্তু যে শৃঙ্খলা আর পরিকল্পনায় তিনি পরিবার আর পেশাকে একসঙ্গে নিয়ে চলেন, সেটা অনেকের কাছেই অনুপ্রেরণার মতো।

করোনার প্রথম পর্যায় লকডাউনের সময় প্রথমবার মা হয়েছিলেন অভিনেত্রী। কঠোর নিয়ম মেনে ঘরে থেকেই ইউভানকে (Yuvaan) পৃথিবীতে আনার অভিজ্ঞতা নিয়ে আগেও নানা জায়গায় কথা বলেছেন তিনি। আবার ছোট মেয়ে ইয়ালিনিকে গর্ভে ধারণ করার সময় একেবারেই ভিন্ন বাস্তবতার মধ্যে ছিলেন শুভশ্রী। নিয়মিত শুটিং, ব্যায়াম আর ব্যস্ত সময়সূচি চলত ডাক্তারদের পরামর্শ মেনে। মা হওয়াটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি বিয়ের আগেই প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, সন্তান জন্ম দেওয়াই হবে জীবনের বড় সাফল্য।

তাই আজ তাঁর সামাজিক মাধ্যমে ‘প্রাউড মাম্মা’ লেখাটা যেন খুব প্রাসঙ্গিক একটা শব্দ। তবে শুধু দায়িত্বশীল মা হিসেবেই নয়, সন্তানদের বেড়ে ওঠা নিয়ে শুভশ্রীর দৃষ্টিভঙ্গিও বেশ আলোচিত। তিনি রাগের বশে কখনোই সন্তানের গায়ে হাত তুলতে পারেন না। তার মতে, সন্তান হলেও তারা আলাদা মানুষ আর তাদেরও সম্মান আছে। এই মতামত অনেক অভিভাবক প্রশংসা করলেও, বিরোধী মতও কম আসেনি। তবু নিজের অবস্থান নিয়ে তিনি অনড়, কারণ শারীরিক শাস্তি তিনি কোনওদিনই সঠিক পথ না।

তবে দিনশেষে যাই বলা হোক, শুভশ্রীর আচরণে বারবার স্পষ্ট হয়ে যায় যে মা হিসেবে তিনি কখনোই পিছিয়ে পড়েন না। অভিনেত্রী শুভশ্রী যতটাই ব্যস্ত থাকুন না কেন, মা শুভশ্রী নিজের ব্যস্ত সময়সূচি সামলেও তিনি ঠিক সময় বের করে নেন দুই সন্তানের জন্য। ছেলেমেয়েদের জীবনের প্রতিটা বিশেষ মুহূর্তে উপস্থিত থাকেন তিনি। সমাজ মাধ্যমে প্রায়সই দেখা যায় তাকে ছেলেমেয়েদের সেই বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে। এদিন আবার সেই ছবিই দেখা গেল। ইউভানের স্কুলে ছিল অ্যানুয়াল স্পোর্টস ডে।

আরও পড়ুনঃ ‘অন্যের সংসার ভাঙছি না নিজের স্বামীর সঙ্গেই থাকছি!’ ‘এত নাটকের কি দরকার ছিল?’, ‘ব্যক্তিগত জীবনকে পাবলিক করে এত সহানুভূতি কুড়োলেন কেন?’ স্বামীর জীবনে ফিরতেই কটাক্ষের মুখে রিয়া গঙ্গোপাধ্যায়!

সেখানে তিনটি মেডেল জিতেছে ছোট্ট ইউভান! আর ছেলের সাফল্যে রাজ-শুভশ্রীর মুখে ফুটেছে নিখাদ গর্ব। প্রথম স্থান পাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে এক সেকেন্ড দেরি করেননি শুভশ্রী। ছেলের মঞ্চে দাঁড়ানো দেখে হাততালি, চিৎকার, সবটাই ছিল নিখাদ আবেগে ভরা। সেই বিশেষ মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন সকল অনুরাগীর সঙ্গে। সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও। তিনি আরও একবার প্রমাণ করলেন যে যত ব্যস্তই হোন না কেন, সন্তানের পাশে থাকার জায়গাটিই তার কাছে সবার আগে।