‘অন্যের সংসার ভাঙছি না নিজের স্বামীর সঙ্গেই থাকছি!’ ‘এত নাটকের কি দরকার ছিল?’, ‘ব্যক্তিগত জীবনকে পাবলিক করে এত সহানুভূতি কুড়োলেন কেন?’ স্বামীর জীবনে ফিরতেই কটাক্ষের মুখে রিয়া গঙ্গোপাধ্যায়!

দাম্পত্যকলহ অভিযোগ এবং প্রকাশ্যে অশ্রু ঝরানো সব মিলিয়ে রিয়া গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক একসময় ভাঙনের কিনারায় পৌঁছে গিয়েছিল। পরকীয়ার অভিযোগ তুলে আইনি পথে হাঁটার সিদ্ধান্তও নিয়েছিলেন রিয়া। ব্যক্তিগত অশান্তি ঘিরে সারাবছর নানা আলোচনা চলেছে। কিন্তু বছর শেষের মুখে আচমকাই বদলে গেল সবকিছু। বহুদিনের দূরত্ব কাটিয়ে স্বামীকে আবার নিজের কাছে টেনে নিলেন রিয়া এবং খোলাখুলি স্বীকার করলেন নিজের ভুলও।

২০১৩ সালে সাতপাকে বাঁধা পড়া রিয়া এবং অরিন্দমের যমজ সন্তানের বয়স এখন প্রায় আট। বাবা মায়ের মধ্যে অশান্তি শিশুদের মনেও দাগ কেটেছিল। কয়েক মাসের বিচ্ছেদ রিয়াকে নতুন করে ভাবতে শেখায়। তাঁর মনে হয় এই সম্পর্ক ভাঙার নয়। ব্যক্তিগত বিরোধ বাইরে প্রকাশ করার ভুলটিও স্বীকার করেন তিনি। রিয়া বলেন চার দেওয়ালের ভিতরে মিটিয়ে নেওয়ার মতো বিষয়কে অযথা সবার সামনে এনে একে অপরকে অসম্মান করেছেন। এই ফাঁকা জায়গার সুযোগ নিয়েছিল অন্য কেউ। তবুও শ্বশুরবাড়ির মানুষেরা তাঁকে আগলে রেখেছেন যা তাঁর কাছে বড় অবলম্বন।

অনেক ভুল বোঝাবুঝির পরও রিয়া বিশ্বাস করেন সম্পর্ক নতুন করে গড়া যায়। তাঁদের জীবনে প্রায় সাত বছরের মতো একটা দূরত্ব তৈরি হয়েছিল যেখানে কেউই কাউকে যথেষ্ট সময় দিতে পারেননি। এবার সেই অভাব পূরণ করতে চান দুজনেই। এখন তাঁরা শুধু স্বামী স্ত্রী হিসেবে নয় বরং আহত মানুষ হিসেবে একে অপরকে সুস্থ হতে সাহায্য করছেন। রিয়ার মতে অরিন্দম সবসময় সংসারটাকে ধরে রাখতে চেয়েছেন তিনিও আর অতীতের ভুলে ফিরে যেতে চান না।

অরিন্দমের বিরুদ্ধে একসময় বহু নারীতে আসক্তির অভিযোগ তুলেছিলেন রিয়া। এখন তিনি বলেন মানুষ ভুল করতেই পারে আর ভুল বুঝে সংশোধন করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যেমন ভুল করেছেন তেমনই তাঁর স্বামীও বুঝেছেন পরিবারই প্রথম। এই উপলব্ধিই তাঁদের আবার একে অপরের দিকে এগিয়ে এনেছে।

আরও পড়ুনঃ একের পর এক বাংলা ধারাবাহিকে উপেক্ষিত প্রবীণ তারকারা! কাউকে বাতিল করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, কেউ জানতেই পারছেন না তিনি হঠাৎ বাদ পড়েছেন! কেন এই অসম্মান প্রাপ্তি হচ্ছে তারকাদের?

রিয়া স্পষ্ট জানিয়ে দেন তিনি কারও সংসার ভাঙছেন না বরং নিজের সংসারটাকেই ফিরিয়ে এনেছেন। তাঁর স্বামীও অন্য কোন নারীকে জীবনে জায়গা দেননি। দুজনেই এখন নতুন করে শুরু করতে প্রস্তুত এবং ব্যক্তিগত বিষয় নিয়ে আর জলঘোলা হোক এটা মোটেই চান না রিয়া। নতুন পথচলায় শান্তি এবং স্থিরতাই তাঁদের একমাত্র লক্ষ্য। যদিও তিনি স্বামীর সংসারে ফিরতেই কটাক্ষ বিদ্ধ হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ‘এত নাটকের কি দরকার ছিল?’, ‘ব্যক্তিগত জীবনকে পাবলিক করে এত সহানুভূতি কুড়োলেন কেন?’ একাধিক প্রশ্ন তুলছে নেটপাড়া।

You cannot copy content of this page