হবু বৌ অরুণিতা যে বাংলার বনগাঁর মেয়ে! তাই হবু শ্বশুর শাশুড়িকে মানাতে বাংলায় এসে এবার বাংলা গান গাইলেন পবনদীপ! মুগ্ধ শ্রোতারা

ইন্ডিয়ান আইডল সিজন ১২- এর বিজেতা পবনদ্বীপ রাজন এবং রানার্স আপ অরুনিতা কাঞ্জিলাল বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী। আজও বিভিন্ন লাইভ অনুষ্ঠানে অরুনিতা এবং পবনদীপ একসঙ্গে গাইলে হাততালিতে ভরে ওঠে মঞ্চের প্রাঙ্গন। এবার সেই গায়ক এলেন বাংলায়।

ইউটিউবে সম্প্রতি এই জুটির একটি লাইভ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। পবনদীপ প্রথমবার বাংলা গান গাইলেন। আর সেই গান শুনে আপ্লুত তাঁর অগণিত ভক্তরা। পবনদ্বীপ উত্তরাখণ্ডের ছেলে। তবুও এত স্পষ্ট উচ্চারণ করেছে সে যে অবাক না হয়ে পারা যায় না। আর তাই হাজার-হাজার বাঙালির মন জিতে নিলেন তিনি। পবনদীপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে সামান্য কিছু নম্বরের হেরফেরে পিছিয়ে পড়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা।

একটি লাইভ কনসার্টে। সেখানে মিউজিকের তালে তালে গিটার বাজিয়ে বাংলাদেশের জনপ্রিয় ‘নীল দরিয়া’ গানটি গাইলেন তিনি। এপার বাংলা, ওপার বাংলা নির্বিশেষে বাঙালি শ্রোতা মুক্ত হয়ে গেল সেই গানে।

You cannot copy content of this page