কালীপুজোর আবহে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জোরালো মন্তব্য করলেন অভিনেত্রী-সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও তাঁকে শ্রীচৈতন্য, কখনও মা সারদা, আবার কখনও নেতাজীর সঙ্গে তুলনা করা হয়েছে— এবার হুগলির সাংসদ জানালেন, “মায়ের খড়্গ মানায় একমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই, অন্য কারও হাতে নয়।”
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, “বাংলাকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে।” সেই বক্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে রচনা বন্দ্যোপাধ্যায়ের উত্তর স্পষ্ট— “মায়ের খড়্গ এক জনার হাতেই মানায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তিনিই পারেন ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যেতে। অন্য কারও হাতে এই শক্তি মানায় না।”
মঙ্গলবার সন্ধেয় হুগলির পান্ডুয়া অঞ্চলে একাধিক কালীপুজোর মণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন রচনা। গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় উপস্থিত হয়ে তিনি জানান, “প্রতি বছরই আসার চেষ্টা করি। সাতটা বিধানসভার মানুষের কাছে পৌঁছনো সম্ভব না হলেও, যতটা পারি ততটা চেষ্টা করি সবার আনন্দে সামিল হতে।” অভিনেত্রী-সাংসদের কথায়, “এই বছর পাঁচটা পুজো দেখতে পেরেছি, আগামী বছর চেষ্টা করব বাকি পুজোগুলিতে যেতে।”
রচনার উপস্থিতিতে উচ্ছ্বাস ছড়ায় মণ্ডপে। স্থানীয় মানুষ তাঁকে ঘিরে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অভিনেত্রীও হাসিমুখে সকলের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা জানান। নিজের জেলার মানুষদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, “আমার পশ্চিমবাংলার মানুষ, বিশেষ করে হুগলির মানুষ যেন সবসময় শান্তিতে, সুখে থাকে— এই প্রার্থনাই করি।”
আরও পড়ুনঃ বর্ষাকে নিয়ে দর্শকদের চূড়ান্ত ক্ষোভ, আর কোনও ধারাবাহিকে কাজ পাচ্ছেন না শিঞ্জিনী! অগত্যা বেছে নিলেন গৃহ পরিচারিকার জীবন! নেতিবাচক চরিত্র করাই হয়েছে কাল!
একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে রাজনীতির রঙ— রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে যেন দুইয়ের মিশেল দেখা গেল। কালীপুজোর রাতে তাঁর এই মন্তব্যে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।
শ্যামাপুজোর মঞ্চে জিন্স পরে শ্যামাসংগীত! ইমন চক্রবর্তীকে তীব্র কটা’ক্ষ নেটপাড়ার! গায়িকার স্বাধীনচেতা বার্তায় বি’রক্ত সোশ্যাল মিডিয়া