বিয়ে করলেন রানু মন্ডল! পাত্র ২১ বছরের যুবক,সত্যিটা কী?

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলেছে একটি বিশেষ খবর। রানু মন্ডল নাকি বিয়ে করে ফেলেছেন। বিয়ে করেছেন ২১ বছরের এক যুবককে। খবরটি অবিশ্বাস্য হলেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মুহূর্তে। একসময় স্টেশনে ভিক্ষা করে যাঁর দিন কাটত আজ তাঁর সংসার হয়েছে, এই খবরে অবাক নেটিজেনরা।

রানু মন্ডল সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পর থেকেই মাঝে মাঝে তাঁর রানাঘাটের বাড়িতে আসে বিভিন্ন ইউটিউবাররা। এবার সম্প্রতি বাংলাদেশ থেকেও এক ইউটিউবার আসে। তার নাম ইমরান। রানাঘাটের রানু মন্ডলের সাথে বেশ কয়েকটি ভিডিও করে ফেলেছে সে। রানু মন্ডলকে একটি ভিডিওতে আবার আই লাভ ইউ বলে ফেলে সে।

শুধু এখানেই থেমে থাকেনি, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রানু মন্ডলের মাথায় সিঁদুর পরিয়ে দিল সে। এই বিষয়টি শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়।

তবে গোটা বিষয়টি হয়েছে একেবারে মজার ছলে। হাসি মজা করার জন্য ইউটিউবাররা বিভিন্ন ধরনের ভিডিও বানায় রানু মন্ডলকে কেন্দ্র করে। এই ভিডিওটি করার আগে ইমরান জানিয়ে দিয়েছিল শুধুমাত্র মজার জন্য এই ভিডিওটি বানাতে চলেছে সে।

তবে এটি আসল বিয়ে নয়। কিন্তু এভাবে সিঁদুর পরানো দেখে অনেকেই রেগে গিয়েছে। প্রথমত, রানু মন্ডল মানসিকভাবে সুস্থ নন এটাই দাবি করছে অনেকে। দ্বিতীয়ত, বাঙালির সংস্কার হলো সিঁদুর। তাই সেটা নিয়ে এভাবে মজা না করাই ভালো এমনটাই মত নেটিজেনদের।

You cannot copy content of this page