সংসারে আসছে নতুন অতিথি! মাতৃত্বের প্রকাশ রূপসার! ফটোশুটে ভক্তদের মুগ্ধ করলেন হবু বাবা-মা

গ্ল্যামার জগতের (glamour world) পরিচিত মুখ রূপসা চট্টোপাধ্যায়ের (Rupsa Chatterjee) সাম্প্রতিক ফটোশুটে ধরা পড়েছে এক অন্যরকম রূপ। নীল ডেনিম প্যান্ট, সাদা শার্ট আর চওড়া হেয়ারব্যান্ডে রূপসাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। শার্টের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে এক বিশেষ মুহূর্ত, যা এই ফটোশুটকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

রূপসা সবসময়েই নিজের স্টাইল এবং ব্যক্তিত্ব দিয়ে নজর কেড়েছেন। তবে এই ফটোশুটে রয়েছে এক বিশেষ চমক। মাতৃত্বের সময়েও কীভাবে নিজের ব্যক্তিত্ব এবং গ্ল্যামার বজায় রাখা যায়, তা যেন আরও একবার প্রমাণ করলেন তিনি। ছবিগুলিতে ধরা পড়েছে তাঁর আনন্দময় মুহূর্ত, যা দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা।

গত বছরের পুজোতেই সায়নদীপ সরকারের সঙ্গে বিয়ে সারেন রূপসা। তারপর এক মাসের মধ্যেই আসে সুখবর। এখন তাঁকে দেখা যাচ্ছে আসন্ন ছবি ‘একটি নটীর কথা’র প্রচারে। তবে ছবির প্রচারের পাশাপাশি মাতৃত্বের বিশেষ মুহূর্তগুলিও তিনি উপভোগ করছেন। সম্প্রতি সায়নদীপের সঙ্গে মাতৃত্বের ফটোশুটে ধরা দিলেন রূপসা। একই রঙের পোশাকে সজ্জিত এই জুটি তাঁদের বিশেষ মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করেছেন।

Rupsa Chatterjee, Shayandeep sarkar, Tollywood, Entertainment, রুপসা চ্যাটার্জি, সায়নদীপ সরকার, টলিউড, বিনোদনের খবর

রূপসার এই ফটোশুটের ছবি ছড়িয়ে পড়তেই প্রশংসার পাশাপাশি সমালোচনাও আসতে শুরু করেছে। কিছু মানুষ তাঁর মাতৃত্ব এবং ফটোশুটকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন। এমনকি, তাঁর তুলনা করা হয়েছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। তবে রূপসা জানতেন, এই সমালোচনা আসবেই। তিনি বলেছেন, “আমাদের সন্তানকে আমরা লালনপালন করব, তাঁদের কী!”

সমালোচনা উপেক্ষা করেই নিজের মাতৃত্বকে উপভোগ করছেন রূপসা। ফটোশুটের ক্যাপশনে তিনি লিখেছেন, “মাতৃত্বের উদ্‌যাপন করছি।” এই সময়টুকু কোনও চিন্তা ছাড়াই আনন্দে কাটাতে চান তিনি। ফটোশুটের প্রতিটি ছবিতে তাঁর মাতৃত্বের বিশেষ মুহূর্তগুলি ধরা পড়েছে, যা ভক্তদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ ফের গর্বিত বাংলা! ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে ফের বলিউডে গানের সুযোগ পেলেন আর‌ও এক বঙ্গকন্যা

সবশেষে, রূপসা জানালেন যে, তাঁরা দু’বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন। বিয়ের এক মাসের মাথায় মা হওয়ার খবর দিয়ে সমালোচনার শিকার হলেও, রূপসা ও সায়নদীপ জানতেন যে তাঁরা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। পরিবার ও শুভানুধ্যায়ীদের সমর্থন নিয়ে তাঁরা নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছেন এবং এখন তাঁদের জীবন উপভোগ করছেন।